নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে বাংলাভাষী

শফিকইসলাম

ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।

শফিকইসলাম › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুরে বাংলা নববর্ষে প্রানের মেলা

০২ রা মে, ২০১৪ সকাল ১১:২৪



প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাবর্ষ ১৪২১ কে বরন করল সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজি (বিআইএমটি)’র প্রাক্তন ছাত্রদের সংঘঠন "ডিএমইএবিএস"।



যেহেতু ১লা মে সরকারী ছুটির দিন সেহেতু প্রতি বছর এই দিনটিকেই বেছে নেওয়া হয় বর্ষবরনের জন্য।





অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের পরিবার, বন্ধুবান্ধব ছাড়াও সিঙ্গাপুরের অন্যান্য সংঘঠনের নেতাকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দিনভর নাচ, আড্ডা আর খেলাধুলায় মূখরিত ছিল জাপানিজ গার্ডেন।





অনুষ্ঠানটি চ্যানেল আই –এর পর্দায় সম্প্রচারিত হবে রবিবার (০৪/০৫/২০১৪) বাংলাদেশ সময় সকাল ৭ টায়, সিঙ্গাপুর সময় সকাল ৯ টায়।



কর্মজীবনের কোলাহল ছেড়ে একটি দিনের জন্য হলেও সবাই হয়ে ওঠে বাঙালি, একই সুরে গায় বাংলা গান, জেগে ওঠে বাঙালি জাতিসত্তা;বাংলা প্রান।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:১০

জয় পাঠক বলেছেন: বাহ, দারুণ তো!

২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:১৯

শফিকইসলাম বলেছেন: ভালো তো, ভালো না?

৩| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:২৫

ভিটামিন সি বলেছেন: দুর মিয়া। আমার বাসার কাছে আপনারা এই অনুষ্ঠান করলেন আর আমারে জানাইলেন না। গতকাল সারাটাদিন আমি একা একা হেঁটে বেড়িয়েছি। আমার বাসা থেকে চায়নিজ গার্ডেন মাত্র ১০ মিনিটের হাঁটা পথ।

৪| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৩

শফিকইসলাম বলেছেন: দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া .।।

কি বলেন ভাই, সিঙ্গাপুরের লোকাল মিনিস্টারও জানে আর আপনি জানেন না??
ওকে, আগেই জানিয়ে রাখছি আমাদের পরের প্রোগ্রাম ১লা জানুয়ারি ২০১৫। অবশ্য প্রতি দু এক মাস পর পরই ছোট খাট প্রোগ্রামের আয়োজন করা হয়। @ভিটামিন সি

৫| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:০২

ভিটামিন সি বলেছেন: ৮৫৪৫৩০৩১

৬| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:১৪

আনোয়ার ভাই বলেছেন: সিঙ্গাপুরে থাকা সকল বাঙ্গালীদের জন্য শুভ কামনা। ভিটামিন সি কে অনুরোধ করছি সিঙ্গাপুরের সব বিষয়ে লিখতে। যেমন সেখানে পড়াশুনার সুযোগ, নিজে নিজে জব খোজার সুযোগ, কি ধরনের কাজের চাহিদা ছাড়াও প্রবাসী বাঙ্গালীদের জীবন যাত্রা নিয়ে।

৭| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:১৬

আনোয়ার ভাই বলেছেন: দু:খিত ভিটামিন সি এর জায়গায় শফিক ইসলাম হবে

৮| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:১৮

শফিকইসলাম বলেছেন: ধন্যবাদ @আনোয়ার ভাই , চেষ্টা করব

৯| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩৬

ভুল্কিস বলেছেন: সাইফুল তাপশীসহ ওদের বাচ্চাদের ছবি দেখলাম, ভালো :)

বেচারা ভিটামিন্সি :(

পোষ্টে মৌখিক প্লাস :)

১০| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৮

শফিকইসলাম বলেছেন: ছবি কেন শুধু ভিডিও ও পাবেন. আর চেনেল আই তো দেখাচেছই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.