![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
চূর্ন হল মন যে আমার
খর্ব হল আশা,
এরই মাঝে বয়ে চলে
আমার কাঁদা-হাসা।
গুমরে কাঁদে ভালবাসা
মনের গহীন কোনে,
তাইতো দু’চোখ অপলক
তোমার স্মৃতির পানে।
হয়তো আমি আসব ফিরে
বৃষ্টি ভেজা এক স্বন্ধ্যায়,
থাকবে কি এ আশার দানা বেধে
অবুঝ তোমার মনটায়?
স্মৃতির পাতায় ভেসে ওঠে
তোমার হাসিমু্খ,
এই ভেবে পাই যে আমি
অনন্ত সুখ।
সত্যিই যেদিন পাব তোমায়
পূর্ন হবে জীবন,
আনন্দে তাই কেঁদে ওঠবে
আমার ছোট মন।
আরোও দেখুনঃ
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮
শফিকইসলাম বলেছেন: পরবাসী মন মনের অব্যক্ত কথা গুলো কবিতায় প্রকাশ চায়, অব্যক্ত কথন সঠিক ভাষা , কথা খুজে ফেরে। কিন্তু পায়না সে কোন দিন কোন ভাবে .....
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো । শুভেচ্ছা
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১
শফিকইসলাম বলেছেন: শুভেচ্ছা আপনাকে
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ami LaLoN, Ami Kobi Noi tobu kobita likhte mon chay