![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
সিঙ্গাপুরের সৌন্দর্যের ভিন্ন মাত্রা আনতে সংযোজিত হল মাদাম টুসো’স। ২৫ অক্টোবর ২০১৪ ইমেজ অফ সিঙ্গাপুরের ১ম তলার ৭ টি গ্যালারিতে প্রায় ৬০টি মোমের মূর্তি নিয়ে যাত্রা শুরু করেছে মাদাম টুসোর সিঙ্গাপুর অধ্যায়। এ ভার্সনে অন্য গুলোর থেকে তফাত হল এখানে প্রতিটি মোমের মূর্তির পাশে আছে ডিজিটাল টাচ স্ক্রিনিং প্যানেল, আছে লাইভ গেম এবং সেই সাথে নৌকা ভ্রমন যা “স্পিরিট অফ সিঙ্গাপুর” নামে পরিচিত।
মূর্তি গুলো ৮ টি প্রদর্শনিতে বিভক্তঃ সিঙ্গাপুরের নৌভ্রমন, ইতিহাস ও নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে, চলচিত্র ১ ও ২, সঙ্গীত, খেলাধুলা এবং উৎসব ।
প্রতিটি বিষয়ে ৭-৮ টির মত মমি রাখা হয়েছে যা শুধু সিঙ্গাপুরেরই কীর্তিমান না বরং সিঙ্গাপুরে জনপ্রিয় অন্যান্য দেশের ব্যক্তিবর্গের মমিও প্রদর্শিত হচ্ছে।
সিঙ্গাপুরের প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ ইউসুফ মোমের মূর্তি তার জীবন্ত উত্তরসূরিদের সাথে।
প্রধানমন্ত্রী তার নিজের মোমের মূর্তির সাথে সেলফিরত।
সিঙ্গাপুরের রুপকার এম এম লি ও মিসেস লি।
বলিঊড হলিঊড স্টাররা ও বাদ থাকেন নি।
আছেন খেলোয়াররা ও।
প্রবেশের মূল্য একটু বেশি হলেও সিঙ্গাপুরে ঘুরতে এলে ঢু মারা যেতেই পারে। বাংলাদেশের মত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশে হলে সিঙ্গাপুরকে যে তারা কি বানাত তা ভাবি আর খাবি খাই।
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
শফিকইসলাম বলেছেন: লিখছি , লিখব
২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
পথিক মানিক বলেছেন: দারুন । আরো লিখুন ....
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
আহলান বলেছেন: প্রবেশ মূল্য কত সেটা লিখলে কি হতো? কমে যেতো ?
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
শফিকইসলাম বলেছেন: প্রবেশ মূল্য এখন মনে হয় ৩২ ডলার (মাদাম টুসো এবং ইমেজ অফ সিঙ্গাপুর লাইভ এক সাথে)। তবে বছর জুড়েই কখন না কখনো মূল্য ছাড় থাকে। শুরুতে ছিল ২০ ডলার।
হা হা.। কিখলে যদি দাম কমত তাহলে দিন ভর লিখেই চলতাম
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
ভিটামিন সি বলেছেন: ওই মিয়া সিংগাপুরে থাকেন কই? আসেন ব্লগ দিবস পালন করি ৩১শে ডিসেম্বর।
১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫০
শফিকইসলাম বলেছেন: আমি আপনার প্রতিবেশি, পাইওনিইয়ার এ থাকি হাসি খুশি
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪
পথিক মানিক বলেছেন: দারুন ।
আরো লিখুন ....