![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
বিজয় দিবস – বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ দিন। দেশের আবহাওয়া, মাটি পানি থেকে যারা দূরে; স্বজনদের মায়ার বাধন উপেক্ষা করে যারা নিয়তই পরবাসে দিনাতিপাত করছে তাদের কাছে দেশের টান টা একটু বেশিই।
আর সেই টান থেকেই তার চায় তাদের পরের প্রজন্মও যেন বিজয়ের আনন্দ উপভোগের সাথে সাথে পরিচিত হয় রক্তাক্ত ইতিহাসের সাথে। উপলব্ধি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্নত্ব্যাগ ।
প্রবাসে সে প্রজন্ম কে বিজয়ের মহিমা ফুটিয়ে তুলতে সিঙ্গাপুরে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
যদিও শিশুদের নিয়ে প্রতিযোগিতা কিন্তু উৎসাহের কমতি ছিল না তাদের পিতামাতাদের মাঝেও। যেন বঙ্গভূমেই বিজয়ের উল্লাসের প্রতিধ্বনি।
বাংলাদেশে স্বাধীনতা নিয়ে কত দলাদলি, দখলদারিত্ব কিন্তু তার একটু পরিলিক্ষিত হল না এখানে। শিশুগুলো আপন মনে একে চলল তাদের পিতামাতার দেশের স্বাধীনাতার খন্ড চিত্র।
এক এক টি চিত্র নিশ্চই মনে করিয়ে দিচ্ছিল জন্মভুমির কথা , বিজয়ের কথা। হয়তো এও ভাবাচ্ছিল বিজয়ের ৪৩ বছরে তো আমাদের এখানে থাকার কথা নয়। বঙ্গভুমির শ্রেষ্ঠ সন্তানরা এ জন্য তাদের শেষ রক্তবিন্দু ঢেলে দেয় নি যে তাদের পরের প্রজন্ম স্বাধীন দেশে স্বাধীনভাবে অন্যায় অপরাধ করে যাবে। প্রবাসি এ প্রজন্মের দিকে তাকিয়ে অনেকে হয়তো স্বপ্ন দেখব যে জন্মসূত্রে বাংলাদেশীরা না পারুক , পৈত্রিকসূত্রে বাংলাদেশী এ নব প্রজন্মই দেখাবে আলোর পথ, ঘরে ঘরে আসবে স্বাধীনতার প্রকৃত সুফল।
আরও দেখুন এখানে -
ছবিঃ ডিএমইএবিএস
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
শফিকইসলাম বলেছেন: প্রত্যাশার চেয়েও ভালো একেছে। যারা দেশে থেকেও ইতিহাস বিকৃত করছে , স্বাধীনতা নিয়ে রাজনীতি করছে হয়তো তাদের শোধরানর দ্বায়িত্ব নেবে এদের মতই ভিন দেশে বেড়ে ওঠা বাংলাদেশীরা
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগলো ।
সবাইকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা......
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৮
শফিকইসলাম বলেছেন: হমম ভালো লাগার মত বিষয়ই। প্রবাসের মেলবন্ধনের মত দেশেও যদি সবাই মিলে মিশে একাত্ন হতে পারত
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
মামুন রশিদ বলেছেন: দুর প্রবাসে থেকেও বিজয় দিবস উদযাপন দেখে ভালো লেগেছে ।
সবাইকে বিজয়ের শুভেচ্ছা ।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩০
শফিকইসলাম বলেছেন: বিজয়ের শুভেচ্ছা আপ্নাকেও
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো। সুন্দর এঁকেছে ওরা। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো হোক, এটাই কাম্য।
+
বিজয়ের শুভেচ্ছা। আনন্দের, বিষাদের।।