![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি মুসলিম
.
.
.
নী র স স ম য়.......................
.
চাঁদের কথা ভাবি না আর
চেয়ে আকাশ নীলে
রাহুর কোলে চাঁদ যখনি
কষ্ট পাই এই দিলে।
.
আগের মতো হই না উদাস
তারার পানে চেয়ে
মিটি মিটি আলো হারায়
মেঘের ছোঁয়া পেয়ে।
.
শুনি না আর রিনি ঝিনি
ঝর্ণাধারার সুর
পাহাড় চোখে পানি গড়ায়
অথৈ সমুদ্দুর।
.
হৃদয় এখন হয় না পাগল
কুহু কেকার গানে
পাতাঝরা শীতের হাওয়া
স্মৃতিরই সবখানে।
,
.
কানে কানে কই না কথা
ফোটা ফুলের সাথে
কুড়াই না ফুল শিউলি বকুল
শিশির ভেজা প্রাতে।
.
গুনি না আর বলেশ্বরের
ঘোলা জলের ঢেউ
পিছন থেকে হঠাৎ জাপটে
ধরে না আর কেউ।
.
ভোমর ফড়িং প্রজাপতি
খুঁজতে যাই না বনে
স্মৃতির গোপন কষ্টগুলো
জমিয়ে রাখি মনে।
.
©somewhere in net ltd.