নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সৃষ্টিকর্তা এক-অদ্বিতীয় আল্লাহ। আমার পথপদর্শক মুহাম্মাদ (সাঃ)। এখানে আমার বাবা মা\'কেও উল্লেখ করছি। যাঁদের জন্য আজ এই আমি!

ভার্চুয়াল_শাফু

আমি গর্বিত আমি মুসলিম

ভার্চুয়াল_শাফু › বিস্তারিত পোস্টঃ

নারী

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৩

নারী মা- নারী বোন;
নারীই এই সৃষ্টিকুলের
সর্বোত্তম!!
নারী বোকা- নারী জ্ঞানী;
নারীই এই সৃষ্টিকুলের
মহারানী!

.
.
.
( কোথাও নিচের গল্পটা পড়েছিলাম। )
বিমানের ইকোনমি ক্লাসের এক সুন্দরী তরুণী হঠাৎ তার আসন থেকে উঠে ফার্স্ট ক্লাসের একটা ফাঁকা সিটে গিয়ে বসে পড়লেন! তরুণীর এই কান্ড দেখে বিমানবালা এগিয়ে গিয়ে বললেন,

- ম্যাডাম আপনি ভুল করছেন! এটা ফার্স্ট ক্লাস আপনার আসন ইকোনমি ক্লাসে।

তরুণী বললেন, 'আমি নিউইয়র্ক যাব! আমার ইচ্ছে হয়েছে এখানে বসার! এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না।'

আসলেই কেউ তাকে সরাতে সক্ষম হচ্ছিলো না। তবে সব শুনে ক্যাপ্টেন বললেন, 'আচ্ছা যে তরুণী ঝামেলা পাকাচ্ছে সে কি অনেক সুন্দরী?'

কো-পাইলট বললেন, 'জি, স্যার একদম চোখ ধাঁধানো সুন্দরী!'

ক্যাপ্টেন এবারে বললেন, 'সে যদি সুন্দরী হয় তাহলে মনে হয় আমি এই ঝামেলাটার সমাধান করতে পারবো! কারণ আমার বউও সুন্দরী! আর আমি তাকে প্রতিদিন ভালোমতই সামলাতে পারি!'

অতঃপর ক্যাপ্টেন ফার্স্ট ক্লাসে গেলেন এবং সেই সুন্দরী তরুণীর কানে ফিসফিস করে কি যেন একটা বলতেই তরুণী সেই ফার্স্ট ক্লাসের সিট ছেড়ে উঠে বললেন, 'ওহ! আই এ্যাম স্যরি!'

তারপর নিজের ইকোনমি ক্লাসের সিটে গিয়ে বসে পড়লেন। এসব দেখে বিমানবালা আর কো-পাইলট তো অবাক! তারা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন,

-'আপনি সুন্দরীর কানে কি বললেন যে এভাবে দ্রুত কাজ হয়ে গেল?'

ক্যাপ্টেন মুচকি হেসে বললেন, 'আমি তাকে বলেছি যে এই বিমানের ফার্স্ট ক্লাস নিউইয়র্ক যাবে না! শুধু মাত্র ইকোনমি ক্লাস নিউইয়র্ক যাচ্ছে! আর ফার্স্ট ক্লাস যাচ্ছে ডাইরেক্ট নিউজিল্যান্ডে!'

-----------------------০------------------------

জানি পুরুষরা খুব মজা পেয়েছেন। কারণ কৌতুকটায় নারীদের বুদ্ধিমত্তাকে তাচ্ছিল্য করা হয়েছে।

কিন্তু আমি যদি বলি, আইনস্টাইন এবং নিউটনের চেয়েও বুদ্ধিমত্তায় যিনি জ্ঞানী, তিনি একজন নারী এবং তাঁর নাম "হাইপেশিয়া"। তাহলে নিশ্চয়ই ভ্রু কুঞ্চিত হবে।

যদি বলি, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার হলেন একজন নারী। ভাস্কর নভেরা আহমেদ। পুরুষশাসিত সমাজ বলে যার নাম ইতিহাসে রাখা হয়নি।

দুইবার নোবেল বিজয়ী নারী হলেন, মেরি কুরী।

জানি না, সাতজন বীরশ্রেষ্ঠের মাঝে কেন কোন নারী নেই। সব হারিয়ে তাদের বীরঙ্গনা হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তবে নারীদের প্রতি একটা অনুরোধ, মেকাপে, সেলফিতে আর ছোট কাপড় পরার স্বাধীনতাতে নিজের বুদ্ধিমত্তা বিকশিত না করে, ব্যবহারিক কাজে বিকশিত করেন। তাহলে আর কারো দন্ত বিকশিত হবে না।

মনে রাখবেন,

"কোন কালে একা হয়নিকো জয়ী,
পুরুষের তরবারী;
শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে,
বিজয়া লক্ষ্মী নারী।"
- কাজী নজরুল ইসলাম

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪৮

কাজী দিদার বলেছেন: ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.