![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের চারেন্তের কনদেওনে ইভান দেলাগের বিশাল খামার। সেখানে মাসের মধ্যে প্রায় দিনই কোনো না কোনো প্রাণী বাচ্চা প্রসব করে থাকে। কয়েক দিন আগে একটি ভেড়া বাচ্চা প্রসব করে। এর আগেও ভেড়াটি চারটি বাচ্চা প্রসব করেছে। কিন্তু এবারের শাবকটি জন্ম নিতেই অবাক হয়ে যান দেলাগ। এটির চারটি নয়, পাঁচটি পা। ইভান দেলাগ জানান, বাচ্চাটির সামনের দিকে একটি পা বেশি। অতিরিক্ত পায়ের কারণে বাচ্চাটির মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না। এটার শারীরিক অবস্থা বেশ ভালো। খামারের বাকি ভেড়ার বাচ্চাগুলোর মতোই এটিও খাওয়া ও অন্যান্য কাজ স্বাভাবিকভাবে করছে। এমনকি চলাফেরার মধ্যেও কোনো সমস্যা দেখা যাচ্ছে না বলে জানান তিনি। সে ক্ষেত্রে এই পা-টি অস্ত্রোপচার করে অপসারণ করা হবে কি না তা নিয়ে দ্বিধান্বিত দেলাগ। তিনি জানান, শাবক জন্ম নেওয়ার পরপরই আমি এর ছবি অনলাইন ও পশু চিকিত্সকদের কাছে পাঠাই। পরে চিকিত্সকরাও পরীক্ষা করে ভেড়ার শাবকটির আর কোনো শারীরিক সমস্যা পাননি। ডেইলি মেইল।
©somewhere in net ltd.