নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য সত্যই।

দেশ,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার জয়গান গাই

সাগরের হাসি

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।

সাগরের হাসি › বিস্তারিত পোস্টঃ

এটিএন বাংলাকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

সুপ্রিমকোর্টের বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে নিয়ে ‘বিতর্ক অনুষ্ঠান’ করায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলাকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল।



একই সঙ্গে বিচারিক বিষয়ে নিয়ে এমন অনুষ্ঠান কোনো ইলেক্ট্রনিকস মিডিয়ায় প্রচার না করারও নির্দেশনা দেওয়া হয়।



বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।



আদেশ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর রানা দাস গুপ্ত জানান, গত ১৩ এপ্রিল বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় ‘ট্রাইব্যুনালের বিচার স্বচ্ছ হচ্ছে’ বিষয়ের উপর একটি বিতর্ক অনুষ্ঠান (Cambrian College mock parliament) প্রচার করে। যাতে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়েছে বিতার্কিকরা। সেখানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১ জন বিচারপতির বিষয়েও বক্তব্য এসেছে। ওই বিতর্ক অনুষ্ঠানে স্কাইপি সংলাপের বিষয়েও আলোচনা হয়েছে।



প্রসিকিউটর রানা দাস বলেন, স্কাইপি সংলাপ ছাড়াও ওই বিতর্ক অনুষ্ঠানে যেসব বিষয়ে বিতর্ক হয়েছে তাতে সবমিলিয়ে ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে, বিষয়টি বিচার বিভাগের জন্য মর্যাদাহানিকর। এই বিষয়গুলোকে নজরে রেখেই ট্রাইব্যুনাল সতর্ক করে এই আদেশ দিয়েছেন।



তিনি বলেন, গত ১৩ এপ্রিল এটিএন বাংলায় প্রচারিত অনুষ্ঠানটি ট্রাইব্যুনালের বিচারপতিরা সিডিতে দেখেছেন। ওই সিডি দেখে বিচারতিদের কাছে বিচারাধীন বিষয় নিয়ে এমন তর্কে মর্যাদাহানিকর মনে হয়েছে।



তিনি বলেন, আদেশে আরও বলা হয়েছে যে, ট্রাইব্যুনালের বিষয়ে কোনো আলোচনা করতে হলে পার্লামেন্টারি প্রসেডিং ফলো করতে হবে। সাংবিধানিক কারণে এটিএন বাংলার টিভি প্রোগ্রাম (মক পার্লামেন্টে) এই ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করতে পারে না।



ট্রাইব্যুনাল তার আদেশে বিতর্কে অংশ নেওয়া বিতার্কিকসহ দেশের যে কোনো স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ট্রাইব্যুনালের বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালে এসে ঘুরে দেখার কথা বলেছেন। এক্ষেত্রে আগ্রহীদেরকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের অনুমতি নিতে হবে।



এছাড়াও আদালতের নির্দেশনায় বলা হয়, যারা ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের বিচারিক বিষয়ে নিউজ বা কোনো অনুষ্ঠান করতে চান তারা আগে বিষয়টি প্রত্যক্ষ করুন তার পরে অনুষ্ঠান করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.