![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।
ঢাকা, ২৫ এপ্রিল (জাস্ট নিউজ) : বাংলাদেশের সাভারে ভবন ধসে শতাধিক শ্রমিকের মৃত্যু, কারখানায় অগ্নিকান্ড ও হতাহতের ঘটনায় পোশাক শ্রমিক ও শিল্পকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী টিভি রিপোর্ট করেছে আর্ন্তজাতিক প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স।
‘চিপ ক্লথস এট হোয়াট কস্ট’ শিরোনামের ঐ টিভি রিপোর্টে বলা হয়, ২৪ এপ্রিল বাংলাদেশে একটি পোষাক কারখানা ধসে পড়লে ১৭৫ জন লোক নিহত হয়। এটাই দারিদ্রপীড়িত দেশটির পোশাক কারখানায় প্রথম দূর্ঘটনা নয়। গত বছরের নভেম্বরে একটি কারখানায় দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়।
বাংলাদেশে কম মূল্যে উৎপাদন সামগ্রী পাওয়ায় ‘ওয়ালমার্ট’ এবং ‘গ্যাপ’ এর মত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান দেশটিতে সরবরাহকারী নিয়োগ দেয়।
বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের ঘন্টা প্রতি ১৪ শতাংশ মজুরি হিসেবে নির্ধারণ করা হয়। যা দেশটির পোশাক শিল্পের নিকট প্রতিদ্বন্ধী চীনের তুলনায় খুবই কম। পোশাকের এ সস্তা বাজারের মধ্যেও চীন বাংলাদেশের চেয়ে অধিকতর দামের খুচরা বিক্রেতা পেয়ে থাকে।
খুচরা বিক্রেতাদের ৮৯ শতাংই বাংলাদেশকে তাদের পছন্দের নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে আবিষ্কার করেছে। বাংলাদেশের পোশাক শিল্পে ৩.৬ মিলিয়ন লোক কাজ করে থাকে। দেশটি এখন বিশ্বের ২য় পোশাক রপ্তানীকারক দেশ।
কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পগুলোর মালিকদের ১ থেকে ২ শতাংশ শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নে তৎপর নয়।
©somewhere in net ltd.