নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য সত্যই।

দেশ,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার জয়গান গাই

সাগরের হাসি

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।

সাগরের হাসি › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব চোর সুরঞ্জিত সেন গুপ্ত মুসলমানদের অন্তরে যে আঘাত দিয়েছে: অবিলম্বে সুরঞ্জিতের এবক্তব্য প্রত্যাহার করুন: জমিয়ত

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলাম বিদ্বেষী সকল অপশক্তির দাত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেছেন, ক্ষমতাসীন মহলের চাপে আজ আমরা স্বাধীন দেশে পরাধীন হয়ে আছি। সরকার আইন শৃংখলা বাহিনী ও ছাত্র লীগ যুব লীগের ক্যাডার বাহিনী দিয়ে দেশে অঘোষিত জরুরী অবস্থা জারি করে চরম স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সারা দেশের মসজিদ মাদরাসায় নজরদারীর নামে আলেম উলামা ও মাদরাসার ছাত্রদের উপর চলাচ্ছে নির্মম নির্যাতন। এই অবস্থায় ইসলাম প্রেমী জনতার প্রতি ধৈর্য ধারণের আহবান জানিয়ে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা, জুলুম-নির্যাতন করে কেউ ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি আওয়ামীলীগও পারবেনা।

৫ই মে হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় বিশ্ববেহায়া ও চোর হিসাবে খ্যাতি অর্জনকারী উজিরে খামোখা বাবু সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, হেফাজতীরা মধ্যরাতে পিটুনি খেয়ে সুবহানাল্লাহ বলে পালিয়েছেন। তার ঔদ্ধত্যপূর্ণ ও আল্লাহকে নিয়ে কঠাক্ষকর এ বক্তব্য শান্তি প্রিয় মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। নেতৃবৃন্দ বলেন, শাহবাগী ব্লগারদের ইসলাম বিদ্বেষী ব্লগিং ও সুরঞ্জিতের এবক্তব্য একই সুতায় গাথা। শাহবাগের এসব কর্মকান্ড সুরঞ্জিতরাই ঘটিয়েছে। সরকার যদি অবিলম্বে সুরঞ্জিতের এবক্তব্য প্রত্যাহার, মন্ত্রীত্ব থেকে বহিস্কার এবং দেশের তৌহিদী জনতার কাছে ক্ষমা না চায় তাহলে আমরা বুঝব সরকারের শীর্ষ মহল থেকে ইসলাম ও মুসলমান বিরোধি বক্তব্য দেয়ার জন্য সুরঞ্জিত বাবুদেরকে দায়িত্ব দেয়া হয়েছে । এবং এর কারণে অনাকাঙ্খিত যে কোন পরিস্থিতির উদ্ভব হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।নেতৃবৃন্দ বলেন, মুসলমানদের জন্য আজ বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা উহুদ যুদ্ধের পরবর্তী অবস্থার সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ। উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িক ভাবে পরাজিত হলেও তাদের ধৈর্য এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের কারণে আল্লাহ পুঃর্ণ বিজয় দান করেন। আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে।

ইনশাআল্লাহ আমাদের বিজয় সু-নিশ্চিত। কোন অপশক্তিই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। হেফাজতের ১৩ দফা এদেশে বাস্তবায়ন হবেই হবে।

নেতৃবৃন্দ ১১ জুন থেকে শুরু হতে যাওয়া কওমী মাদরাসার বার্ষিক ও বোর্ড পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনে সার্বিক সহযোগিতার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

রোববার বিকালে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহি পরিষদের জরুরী বৈঠকে নেতারা এসব কথা বলেন। নির্বাহি সভাপতি আল্লামা মোস্তফা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা জহিরুল হক ভূইয়া, কারী আব্দুল খালিক আসআদী, মাও. বাহাউদ্দীন জাকারিয়া, মাও, মহিউদ্দীন ইকরাম, মাও. উবায়দুল্লাহ ফারুক, মাও. আব্দুল কুদ্দুস, মাও. ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেদওয়ানুল বারী সিরােজী, মুফতি রশীদ আহমদ, মুফতি তোফায়েল গাজালি প্রমুখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.