নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য সত্যই।

দেশ,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার জয়গান গাই

সাগরের হাসি

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।

সাগরের হাসি › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল ফ্যানদের রাস্তায় দাঁড়াতেই দিলো না পুলিশ

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২

আশরাফুল ফ্যানদের রাস্তায় দাঁড়াতেই দিলো না পুলিশ। আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কম শাস্তির দাবিতে একদল যুবক সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।







ফেসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাবের উদ্যোগে যুবকরা বিভিন্ন ব্যানার নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। ছোট ছোট এসব ব্যানারে নানা স্লোগান শোভা পায়। এতে লেখা ছিল আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট, আশরাফুলকে ক্ষমা করে দাও, আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে।







সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে আসা ক্রিকেট ভক্তরা মানববন্ধনে ঠিকঠাকভাবে দাঁড়ানোর আগেই লাঠি হাতে ধাওয়া দেয় পুলিশ। এতে তারা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। এরপরও তারা আরো কয়েক দফা জড়ো হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।







পুলিশ জানিয়েছে, অহেতুক রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা এসব করছে। আর এতে তাদের কোনো অনুমতিও ছিল না। এক পর্যায়ে র‌্যাব সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.