নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য সত্যই।

দেশ,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার জয়গান গাই

সাগরের হাসি

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।

সাগরের হাসি › বিস্তারিত পোস্টঃ

তথ্য ফাঁসের ভয়ে টাইপরাইটার যুগে ফিরে যাচ্ছে রাশিয়া

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

রাশিয়া সরকারের সচিবালয় ক্রেমলিনের নিরাপত্তায় নিয়োজিত একটি গোয়েন্দা সংস্থা তথ্য ফাঁস এড়াতে আবার টাইপরাইটার যুগে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।



সম্প্রতি উইকিলিকস এবং মার্কিন ডাটা এনালিস্ট এডওয়ার্ড স্নোডেন মার্কিন তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করার পর নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



গোয়েন্দা সংস্থা এফএসও রাষ্ট্রীয় ক্রয় সংক্রান্ত ওয়েবসাইটে ৪,৮৬,৫৪০ রুবল মূল্যের ইলেকট্রনিক টাইপরাইটার কেনার অর্ডার দিয়েছে।



কেন এসব কেনা হচ্ছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি এফএসও।



তবে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদপত্রকে বলেন, কম্পিউটার থেকে তথ্য ফাঁস হওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছেন।



তিনি বলেছেন, ‘উইলিকস এবং এডওয়ার্ড স্নোডেনের গোপন তথ্য ফাঁস করা নিয়ে সৃষ্ট কেলেঙ্কারি এবং ২০০৯ সালে লন্ডনে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সফরকালে আড়িপাতার খবর প্রকাশ হওয়ার পর এখন কাগজে নথিপত্র লিপিবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’



ইতোমধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা ও এমার্জেন্সি মন্ত্রণালয়ের খসড়া এবং গোপনীয় নোট ও প্রতিবেদন তৈরিতে টাইপ রাইটার ব্যবহার করা হচ্ছে।



প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসও এসব কাজে টাইপরাইটার ব্যবহার করছে।



সম্প্রতি মার্কিন গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন স্নোডেন। এর আগে উইকিলিকসও মার্কিন গোপন নথি ফাঁস করে দিয়ে যুক্তরাষ্ট্র সরকারকে চরম বেকায়দায় ফেলে দেয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.