![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।
আজ ২০ এপ্রিল বিকালে আমতলী থেকে বনশ্রী আসার উদ্দেশ্যে আলিফ পরিবহনের একটি বাসে রওনা দিয়েছিলাম। বাসটি গুলশান ১, লিংকরোড, মধ্যবাড্ডা হয়ে বনশ্রী আসার কথা। বাসটি গুলশান ১ এর কাছাকাছি পৌছালে আওয়ামীলীগের প্রার্থী আনিসুল হকের পক্ষে প্রচার কাজ চালাচ্ছে এমন প্রায় ৩০ জন ছাত্রলীগ কর্মী (সবার গলায় প্রার্থীর দেয়া পরিচয়পত্র ঝোলান আর হাতে হ্যান্ডবিল) জোর করে বাসে উঠে বসে। তারপর বাস ড্রাইভারকে জোর করে গুলশান-২ এ গিয়ে তাদের দিয়ে আসতে বাধ্য করে। যদিও এটি বাসটির রুট না। যাত্রীরা সব জিম্মি হয়ে পড়ে। কিছু কিছৃ মেয়ে তখন ভয়ে বাস থেকে যায়। আমরা যারা নামিনি তাদের মধ্যে কয়েকজন মহিলা ছিল, তাদের সাথে ছেলেগুলো যে রকম অশ্লীল আচরণ করেছে বাসের মধ্যে বসে তাতে লজ্জায় আমাদের সবার মাথা হেট হয়ে যায়। এমনকি বাসের জানালায় বসে বাইরের রাস্তার মেয়েদেরকেও উত্ত্যক্ত করেছে। ছেলেগুলো গুলশান ২ এ নেমে যায়। ভাড়া দেয়া দূরের কথা।
এরাই নাকি ছাত্রলীগকর্মী। আজ আবার স্বচক্ষে দেখলাম। আমরা যাত্রীরা ওদের তুলনায় সংখ্যায় কম ছিলাম বলে সামনে বসে বসে দেখতে বাধ্য হলাম। আজও মা-চাচিদের সম্মান রক্ষা করতে পারলাম না।
ছেলেগুলো নেমে যাবার পর যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে।
হাস্যকর কি জানেন? যাত্রীদের মধ্যে কয়েকজন আওয়ামী সমর্থকও ছিল। তাদের একজন রাগ ঝাড়তে শুরু করে কন্ট্রাকটরের উপর। কেন সে সকল মহিলা যাত্রীকে গুলশান ১ এ জোর নামিয়ে দিয়ে গেল না? তাহলে তাদের অপদস্থ হতে হত না।
কি বলব আদমীগুলোকে????
আপনারাই বলুন।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩
সাগরের হাসি বলেছেন: আমি নিজে প্রত্যক্ষদর্শী। তাই আপনার মত পা চাটা দলীয় লোক কি বলল না বলল এতে কিছু যায় আসে না।
নারী সম্মান আমার কাছে অনেক বেশী দামী।
২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেন না ১লা বৈশাখের কলংক ঢাকতে আজ খালেদার গাড়ী বহরে হামলা করেছে!
কতনোংরা আর নীচ - উপরের সমর্থক দেখলেই বুঝে নেন!
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: যোগী ভাদাটারে তো অনেক দেখি না, সরকারের পা চাটতে ব্যস্ত ছিল বোধ হয়। টিএসসিতে ছাত্র লীগ এত বড় সুনাম কামালো, এইসব হাম্বা লীগ সমর্থক ল্যাদা ব্লগার পশ্চাৎদেশে মুখ গুজে ছিল। এখন আবার ল্যাদাইতে আসছে।
৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮
কর্পোরেট ভালোবাসা বলেছেন: যোগীকে চুরঞ্জিতের নুনু সকাল এবং রাত দুই বার করে লেহন করতে দেয়া হোক।
৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: দুঃখজনক এবং হতাশাকর!
৬| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪
বি পজেটিভ বলেছেন: শুনছি, আফনার নাকি হাত ভাংছে - মা চাচিরে রক্ষা করতে গিয়া!
ছাগুরা এই রকম খবর অনেক বানায়
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫
যোগী বলেছেন:
ছাগুরা এই রকম খবর অনেক বানায়