নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য সত্যই।

দেশ,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার জয়গান গাই

সাগরের হাসি

সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।

সাগরের হাসি › বিস্তারিত পোস্টঃ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসঃ এরাই করবে আপনার পরিবারের চিকিৎসা???

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

২০০৬-২০০৭ সালের মত আবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হল ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে। বেসরকারী মেডিকেলের বাণিজ্য ঠিক রাখতে একে তো প্রশ্ন করা হয়েছে অনেক সহজ করে, তারপর হল আবার ফাঁস। আগের দিন রাতেই ফেসবুকে পাওয়া যাচ্ছিল প্রশ্ন। সারারাত শেয়ার হওয়া প্রশ্নে পরীক্ষা। তাও আবার মেডিকেলের মত গুরুত্বপূর্ণ পরীক্ষায়????
একবারও কি ভাবতে পারেন এই ফাঁস হওয়া প্রশ্নে চান্স পাওয়া ৬-৭ হাজার ডাক্তার আপনার বা আপনার পরিবারের কি চিকিৎসা করবে?? এরাই করবে আপনার হার্টের চিকিৎসা? কিডনীর চিকিৎসা? ব্রেনের চিকিৎসা?? স্ট্রোক, হার্ট এ্যাটাকের চিকিৎসা এদের কাছ থেকে নিবেন???
হয়ত আপনার নিজের, অথবা ভাই বোনের, অথবা বাবা মায়ের, কিংবা প্রিয় জীবনসঙ্গিনীর, কিংবা জানের টুকরা সন্তানের চিকিৎসা নিতে হবে এদের কাছ থেকেই। ভাবুন।
যদি বিবেকে বাধা দেয় তাহলে এই পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার হোন। অন্য সব সেক্টরের সাথে এই সেক্টরের পার্থক্য হচ্ছে এই ক্ষেত্র আপনার ব্যক্তিস্বার্থের সাথে সরাসরি জড়িত। এবার ভর্তি পরীক্ষার্থীদের জন্য না হোক, অন্তত আপনার নিজের জন্য আন্দোলনে শরীক হোন।
জানি না আমাদের সাংবাদিক ভাইয়েরা কেন এই আন্দোলনকে হাইলাইট করছে না।
কিন্তু আপনার সচেতন ও সক্রিয় আন্দোলনই পারে আপনার ভবিষ্যৎ বংশধরের সুচিকিৎসা নিশ্চিত করতে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

ভবোঘুরে বাউল বলেছেন: খাঁটি কথা কইছেন। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


এরা পড়বে, ওদেরই চিকিৎসা হবে ভারতে ও থাইল্যান্ডে

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

অমিয়েন্দ্র বলেছেন: সহমত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.