নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান।Sahidesarwar@yahoo.com\nwww.Sahidesarwar.wapka.mobi

সাদামাটা একটি ছেলে

আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে

সাদামাটা একটি ছেলে › বিস্তারিত পোস্টঃ

বিবেক কথা বলে

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

কবুল হজ্জ্বের হয়গো সওয়াব
বাবা মায়ের প্রতি,
এক চাহুনি নেক নজরে
হাদিস বলে সত্যি!
তাই তো আমি যাই ছুটে যাই
সময়ে পেলে ক্ষীণ,
সালাম করি তাকিয়ে থাকি
যাদের কাছে চীরঋণ।
ভুলবো না’কো বাবা-মা গো
বাঁচবো যতো দিন,
করছো লালন করছো বারণ
যখন ছিলাম অবুঝ খোকা
আমি বুদ্ধিহীন।

শ্রদ্ধায় নত হয় যে মাথা
শুনলে মায়ের কথা।
কারন মা যে চোঁখের মণি
জান্নাতেরই ছাতা,
মায়ের প্রতি আসলে আঘাত
হিংস্র হয় গো মন,
তীব্র রাগে ক্ষিপ্ত মেজাজ
হোক না সে যেই জন।

বাবার সম্মান হানী হলে
কষ্ট লাগে ঢের
বাবা মোদের মাথার মুকুট
মসজিদ হৃদয়ের।
সবার মনে থাকে আশা
শেষ সময়ের আগে,
বাবা যেন তুষ্ট মনে
দেয় দোয়া মন থেকে।

বাবা শুধুই আপনার আমার
নেই কি বাবা,আর কারো?
নাকি শুধু নিজের তরেই
চাই যতো পাই আরো,
মায়ের কথায় নত মাথা
হয় কি শুধু মোদের?
মায়ের যখন অপমৃত্যু
কেমন লাগে ওদের?

বলছি আমার বাবার কথা
আরাকানে বাড়ি,
বলছি আমার মায়ের কথা
পর্দানশীন নারী,
বলছি আমার ভাইয়ের কথা
কালেমাধারী জোওয়ান,
বলছি আমার বোনের কথা
পাঠ করে সে কুরআন।
হ্যা
বলছি আমি আরাকানের
ছোট্ট শিশুর কথা,
একটাই কারণ মুসলমান
তাই হারিয়েছে মাথা,
বলছি আমি সেই যুবতী
ভাইজতির মতো মেয়ে,
নগ্ন শরীর কালো দাগে
রক্ত পরে বেয়ে।

মৃত্যু ক্ষুধা,ঘুমের ক্ষুধা
অনেক রকম ক্ষুধা,
বোন যে আমার
নরপশুর খোরাক
যাদের যৌণ ক্ষুধা,
৭১ এর বর্বরতায় আজকেও
যারা কাঁদে,
ছারিয়ে গেছে এই ক্ষুধা
আজ সেই ক্ষুধাকে বাদে।


নাফ নদী আজ রঞ্জিত হায়
মজলুমের জলে,
কারন তারা মুসলিম
তাই
রক্ত নাতো বলে,
রক্ত থাকে তাদের গায়ে
যারা শুশিল সমাজ,
রোহিঙ্গাদের হত্যা কান্ড
এটা শুধুই রেওয়াজ।
রেওয়াজ যদি না হয় তবে
আমরা কেনো আজি,
বাংলাদেশে বসে দেখি
রক্তের গোলাবাজি?

মোদের মায়ের সম্মান শুধুই
তাদের মায়ের কি?
বাবা মনের মসজিদ মোদের
তাদের নয় নাকি?
নিজের বেলায় ১৬ আনা
তাদের বেলায় নাই,
আমরা কেমন মুসলমান
হায়!
আমরা কেমন ভাই?
এক মুসলমান মার খাবে
আর সব মুসলমান চুপ,
এই কি মোদের ইসলাম বলে
এই কি দ্বীনের (নবী সাঃ
-এর শিক্ষা)রুপ?

নামের আগে মোঃ আর
পাঞ্জাবী-টুপি-দাড়ি,
এটাই শুধু ঈমাণ হলে
আমরাই ফীৎনাকারী।
আকামের বেলা I.S আছে
আছেন বাঙ্গলা ভাই,
আছে আরো হিজবুত তাহরী
ইসলামিক দলের বেয়াই।
জিহাদকারী দল গেলো কই
আজ
ফরয কামের বেলায়?
মুসলমানের পাশে দাড়া
নয় কি জিহাদ ভাই?
বিণা দোষে মানুষ মারা
হয় যদি আজ জিহাদ,
রোহিঙ্গাদের মেরে তারা
করছে খোদার কাজ!

ইসলামের সজ্ঞা আমার
নেই জানা সেই মতোন,
বিবেক বলে মজলুমের
পাশে দাড়ায় ইসলামি রতন!
উঠে দাড়ান ঝাপিয়ে পরুন
সেই পাপীদের প্রতি!
যেই পাপীরা আঘাত করে
রুখছে তাওহীদ গতি।

হাতে ধরি,পায়ে পরি সকল
মুসলিম তরে,
আসুন আগে নেমে পরি
আর না থাকি ঘরে।
জিবন দিবো,শহীদ হবো,
থাকতে মোদের দম,
ছিনিয়ে নিবো ন্যায্য দাবী
যুদ্ধ করে হরদম।
৫ ওয়াক্ত নামাজ শুধু
নয় ইসলামের নীতি,
ইসলাম বলে আপন হও
ভাই সব মানুষের প্রতি।
••••••••••••••••••••••••
মোঃরাব্বি সাহিদি সারোয়ার হোসেন
Sahidesarwar@yahoo.com
Sahidesarwar@gmail.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.