নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে
সেই বেদিতে জ্বালাও আগুন
ওই গদিতে ঢালো মল!
যেই বেদিতে বেইনসাফী
যেথায় বসে ইবলিশের দল।
হোকনা সেটা রাজার আসন!
নাহয় হবে পীরের বসন।
গরীবের হক মেরে যারা
উদরপূর্তি করছে ভোজন।
হোকনা সেজন মাসতুত ভাই
যাহার কোন ন্যায়বিচার নাই,
লাথি মারো সেই কিতাবে
যেই বিধানে আজ বিসমিল্লাহ নাই!
সত্য যাদের চোখের যাতন
মিথ্যা কথা করে পালন,
তাদের সবাই লাথি মারো!
হলে হোক শের,সেই মহাজন!
মায়ের বুকে ছুরি মেরে যে
জনগনকে ডাকে মা,
ক্ষমতার লোভ যাদের প্রয়াস
পাঁ ধরতেও সে ছারেনা,
নিজের ঘরের যে বিচারক
পরের ঘরের বেখবর,
সবাই তাকে লানত করো!
কারন তারা নিচ স্তর!
গরীব যখন অর্থাভাবে
অনাহারে কাটায় রাত,
তখন যাদের বার্থ ডে পার্টি
ডিসকো ব্যান্ড আর পোলাও ভাত।
থুঁথুঁ মারো সেই ধনীদের
যেজন যাকাত দেয় ফাকি,
আগুন জ্বালাও তাদের ঘরে
রেখোনা আর কুছ বাকি!
পরীক্ষার ফি বৃদ্ধ করে
নির্বিচারের পাঠশালা,
এমন বিদ্যা নেই প্রয়োজন
পাঠ্যপুস্তকে আগুন জ্বালা!
যেই কারখানার মালিক ভেজাল
ঘুরায় বেতন তারিখ ও কাল,
ন্যায্য দাম যে পায়না শ্রমিক
সেই কারখানায় ডাক হরতাল।
যেই বাজারে কৃষক চাষা,
মালের দামে হয় যে গোস্বা,
আমলাদারে সিন্ডিকেটে
গরীব কাঁদে হারায় দিশা,
সেই বাজারে মাহাজনের
গুদাম ঘরে মার তালা,
দলে দলে আয় ছুটে আয়
ওরে যুবক আগুন জ্বালা!
যুবক তোদের কিসের হুতাশ,
করছে কাতর কোন সে বাতাস?
প্রতিঘাতের আজকে সময়,
মিছে ডরে হইস না নিরাশ!
উচিৎ জবাব আজকে দিবো
নিজের দাবী ছিনিয়ে নিবো,
নতুন ভোরের রাঙ্গা ঊষায়
ইতিবাচক দিন রচিবো!
পরের জমি গায়ের জোরে
করছে দখল সেই জালিমরে,
সেই জালিমের মুন্ডু কেটে
ভাসিয়ে দে!দে!খাক্ কুকুরে!
সেই থানাতে লাগাও আগুন
পুলিশ যেথায় গরম স্বরে
ধমক মারে মজলুমেরে
মাল ছারা না নড়েচড়ে!
ফাটাও মাথা ইটপাথরে
সেই চাঁন্দুদের নোংরা ধড়ে
যেই ডাকাতরা পোশাক পরে
নিরাপত্তার ধান্দা করে।
সেই ব্যাংকেতে জ্বালাও অনল
চরা সুদের হিসেব কেবল
যেথায় নিলাম হয় যে জমি
চক্রবৃদ্ধিহার সুদের দখল,
হুতাশনের তীব্র পবন
সেই ব্যাংকেতে করো ক্ষেপণ
পুড়াও জ্বালাও সকল নথি
গরিবের যারা করছে ক্ষতি।
সেই দোকানের টিন কেটে ফেল
হলে হবে শ্রমকারা-জেল,
যেই দোকানে মাপে ভেজাল
বাকির খাতায় বেশ গোলমাল,
৫ টাকার দাম ১৫ টাকা,
কাষ্টমারকে দিচ্ছে ধোকা,
ভালো তেলে খারাপ মিশে
মরছে মানুষ নষ্ট বিষে।
মেয়াদ শেষের পণ্য বেঁচে
কাড়ি কাড়ি মাল কামাচ্ছে
ব্যাংক ব্যালেন্স যার কালো টাকায়,
রামপাব্লিক আজ বেশ অসহায়,
তাদের দোকান ভেঙ্গে ফেলো!
সব শাটারে আগুন জ্বালো!
আজকে এসো ছত্রছায়ায়,
বসে থাকার আর সময় নাই,
সকল যুবক গর্জে ওঠো!
জালিমদের আজ ধুমসে পিটো!
জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও
বুক ফাড়ো,চোঁখ উপরে ফালাও!
কারন তারা দিচ্ছে ধোকা
গরিবের হক করো আদায়।
------সংক্ষেপিত
•••••••••••••••••••••••••••••••••••
মোঃ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন
[email protected]
sahidesarwar.blogspot.com
sahidesarwar.wordpress.com
©somewhere in net ltd.