নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই পড়তে ভাল লাগে

Saide Mahid

বই

Saide Mahid › বিস্তারিত পোস্টঃ

Bekas- অসাধারণ অভিনয় শৈলীর কুর্দীশ ছবি

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:০৩

এদানিং বই পড়ার পাশাপাশি প্রচুর ছবি দেখা হচ্ছে..... বাংলা ভাষাভাষি ছবির পাশাপাশি বিদেশী ভাষার ছবি!
তবে কুর্দীশ ভাষার ছবি এই প্রথম দেখলাম.... সবচেয়ে অবাক হলাম এদের বেশ কিছু শব্দ আমাদের বাংলা ভাষার সাথে হুবহু মিলে যায়..... ছবিটা বাংলা সাবটাইটেল সহ দেখছি বলে আরও বেশি মজা পায়েছি!!!

এবার আসি মুভি রিভিউতে!

ছবির পুরো কাহিনী গড়ে উঠেছে সাদ্দামের যুদ্ধ বিদ্ধস্ত দেশে যুদ্ধে এতিম হয়ে যাওয়া যানা এবং দানা দুই ভাইকে নিয়ে.... তারা তাদের বাবা মাকে হারিয়ে নিঃস্ব অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায়..... যুদ্ধ বিদ্ধস্ত ঐ দেশে তখন ছোট ছেলে-মেয়েদের কাছে "সুপ্যার ম্যান" নামক চরিত্রের ছবি বেশ জনপ্রিয়!! সবাই টাকা দিয়ে হলে গিয়ে "সুপ্যার ম্যান" দেখতে যায়, আর ওরা দুই ভাই চুরি করে হল রুমের উপরে উঠে সুপ্যার ম্যান দেখতে গিয়ে হলের ম্যানেজারের হাতে ধরা খায়.... ম্যানেজার ওদের মারধোর করে নামিয়ে দেয়! এবং ওরা সিদ্ধান্ত নেয় বাস্তবে সুপারম্যানের সাথে দেখা করবে!


ছোট ভাই যানা তখন বড় ভাই দানা কে প্রশ্ন করে "আচ্ছা ভাই সুপ্যার ম্যান কোথায় থাকে??"
দানা উওর দেয় "আমেরিকায়....."
যানা আবার বলে;
-চলো ভাই আমরা আমেরিকা যাবো, আমরা আমেরিকা গিয়ে সুপ্যার ম্যানের সাথে দেখা করবো.... সুপ্যার ম্যানকে আমরা সব খারাপ মানুষ সম্পর্কে বলবো, সুপ্যারম্যান সবাইকে ধ্বংস করে ফেলবে!
দানা উত্তর দেয়;
-আমেরিকা যেতে হলে পার্সপোট লাগবে.....................
যানা তার দেখা মত পৃথিবীর সব খারাপ লোকদের নাম তার একটা ডায়রীতে লিখে রাখে এবং ভাবে সুপারম্যানের সাথে দেখা হলে তাকে বলবে যেন এই খারাপ লোকদের ধ্বংস করে ফেলে! সেই খারপ লোকদের তালিকায় সাদ্দাম হোসেনেরও নাম থাকে!

এভাবেই আমেরিকা যাওয়ার স্বপ্ন নিয়ে এবং সুপারম্যানের সাথে দেখা করার বাসনা নিয়েই কাহিনী ধীরে ধীরে এগিয়ে যায়.....

ছবিতে তারা আমেরিকায় যাওয়ার জন্যে দুই ভাই জুতা পালিশ করার কাজ করতে থাকে এবং টাকা জোগার করতে থাকে..... হঠাৎ এক সময় পালিশ করতে এক লোক সঙ্গে করে তার মেয়েকে নিয়ে আসেন এবং সেখানে পালিশ করতে করতে বড় ভাই য়ের সাথে সেই মেয়ের "Love at 1st sight" নামক কাহিনী ঘটে যায়....রোমাঞ্চ শুরু হয়!


ছবিতে সাত বছরের যানা অসাধারণ অভিনয় করেছে.... এবং এই অভিনয় শৈলীর জন্যেই ছবিটি বেশ অনেক গুলো ইন্টারন্যাশনাল এউয়ার্ড পেয়েছে!!!


subsence.com এ ছবিটির বাংলা সাবটাইটেল পাওয়া যায়.... সময় সুযোগ হলে দেখে নিতে পারেন অসাধারণ এই ছবিটি!!!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার মুভি !!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০৪

Saide Mahid বলেছেন: সত্যিই অসাধারণ একটা মুভি..... আর ধন্যবাদ কমেন্ট করার জন্যে!! আমি ব্লগে নতুন!!! তাই বার বার পোষ্ট ইডিট করতে হচ্ছে!!!

২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০৮

অশ্রুকারিগর বলেছেন: চমতকার ছবি। সুন্দর রিভিউ দিয়েছেন। তবে ছবিগুলো কোথেকে নিছেন ? সব জার্মান বা অন্য কোন ভাষার সাবটাইটেল দেওয়া দেখি ? নাকি আপনি এই সাব দিয়ে ছবিটা দেখছেন ! :-*

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১৮

Saide Mahid বলেছেন: ছবিগুলো মুভি দেখার সময় স্কিনশর্ট নিয়েছি..... আর মুভির ভিতর এই সাবটাইটেল গুলা যোগ করাই ছিল... তাই মুছে ফেলার কোন অপশন পাই নি!!!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১৯

Saide Mahid বলেছেন: তবে আমি কিন্তু বাংলা সাবটাইটেলেই দেখেছি!!!

৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২২

অশ্রুকারিগর বলেছেন: বেশি কষ্ট করে ফেলেছেন। ইংরেজী সাবটাইটেলসহ মুভিটা টরেন্টে আছে।

৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২৯

Saide Mahid বলেছেন: আমি Youtube থেকে Download করেছিলাম তাড়াতাড়ী Download হওয়ার জন্য!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.