নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মিলন পেশায় চিকিতসক, নেশায় লেখালিখি, আপনাদের ভাললাগা লেখার অনুপ্রেরনা ! আমার আরো কিছু লেখা দেখতে চাইলে ফেসবুক www.facebook.com/saidurrahman.milon.1

ডাঃ মিলন

Physician

ডাঃ মিলন › বিস্তারিত পোস্টঃ

কষ্ট খোর !

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯

কষ্টকে ঘিরে এতো সংশয় !
কষ্টকে ভয় ?
কষ্ট লাজ ?
কষ্টকে টিপে চিপে বের করে
কষ্টের তেলে কষ্ট ভাজ !

কষ্টের ভাজি কষ্ট ভর্তা
কষ্টের ডাল কষ্ট ঝোল,
কষ্টেরে চিবা কষ্ট হজম
থামাদেখি তোর কষ্টঢোল !

কষ্টের ডরে ফিরছিস ঘরে
কষ্টের মেঘ পিছু তাড়া করে ?
ফের !
ফিরে ভেজ কষ্টের ঝড়ে
কষ্ট বৃষ্টি ভেজাক মন,
কষ্টে ডুবায়ে মন সিজোনিং
করে দ্যাখ, কষ্ট কি ধন !

কষ্ট বাদশা শাজাহান আমি ?
কষ্ট জাহান !
কষ্ট তোল্‌
কষ্ট সিমেন্ট, কষ্টের ইটে
গড়ি “কষ্টের তাজমহল” !

সযত্নে পুষি বুকের খাঁচায়
সকল পাখিরে খাঁচা খুলেও ,
সুখ পাখি যায় পালিয়ে সুযোগে,
কষ্টের পাখি যায় ভুলেও ?

ইরেজারে মুছি ।
গেলো ? ফিরে খুঁজি
কষ্টের কালি যায় কি তায় ?

সরাতে গিয়েই কষ্টের কালি
ছড়ালাম পুরো জীবনটায় !

কষ্ট কুকুরে কিঁউ কিঁউ সূরে
যেখানেই যাই পিছে পিছে ঘুরে
বস্তায় ভরে ফেলেও সুদূরে
দেখেছি ও এসে ফের হাজির
আদরে কদরে শেষে ডাকি কাছে
বড় মায়া, কষ্ট পাজী'র !

এমন দোস্তো কোথা পাবো বলো ?
পুরোটা জীবন সাথে পাশে ছিল
সাথে সাথ দিলো
কাঁধে কাঁধ দিলো
সরলে সবে, ও আরও কাছে এলো
কে ই বা অমন বন্ধু রয় ?

বাহবা বন্ধু, মারহাবা দোস্ত
ছিলি তুই, তাই কবিতা হয় !

আহা রে কষ্ট ওহো রে কষ্ট
হা হুতাশে সবে, দেয় গালী
আমি ভালোবাসি কষ্ট পেতেই
কষ্টকে তাই, বুকে পালী !

কষ্ট ছাড়া এ বুক... খালি !

কষ্ট বিলাস নারিকেল শাঁস
কুরে স্মৃতি গুড়ে বানাই নাড়ু
কষ্ট চন্দ্র মুখী , চূণীলাল ,
কষ্ট দেবু' দা , কষ্ট পারু !

কষ্ট শাওন কষ্ট ভাদোর
ফুল শয্যাতে কষ্ট চাদর
বর্ষার রাতে আদরে সোহাগে
কষ্টের সুখে কষ্ট কাতর !

কষ্টির ও বাড়া , কষ্টপাথর !

রিনি রিনি সুখে কষ্ট কাঁকন
কষ্ট সেতারে বুকেতে কাঁপন
কষ্ট বন্ধু ...সবচে আপন !

কষ্টকে বেচি কষ্টকে কিনি
কষ্টকে বেশী সব থেকে চিনি
সুখ পরকীয়া, কষ্ট গৃহিণী !

কষ্ট আকাশে ডানা মেলে উড়ি
কুড়াতে কষ্ট, স্মৃতি ছেঁদা করি
কষ্ট বালিশ কষ্ট তোষকে কষ্টেই ঘুম, কষ্টে ভোর
কষ্ট জানালা খুলে দিয়ে খাই কষ্ট বাতাস... ...'কষ্টখোর' !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

সোজা কথা বলেছেন: কষ্টুকাব্য!!!!!

২| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

বাকা পথ বাকা চোখ বলেছেন: অনেক কষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.