| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ এবং সবকিছু খুব সাধারণ ভােব দেখতে ভালবািস।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আবার ব্লগ লিখতে বসলাম। সত্যি বলতে কি সময় খুব একটা পাইনা তাই ব্লগ লিখতে পারিনা। কিন্তু আমি প্রায় সবসময় ব্লগে থাকি। কিন্তু অনলাইনে না অফলাইনে। আমি বেশিরভাগ সময় মোবাইলে থাকি তাই মন্তব্য করতে পারি না। আর যে টুকু সময় ল্যাপটপ নিয়ে বসি সেইসময়টুকু নিজের পার্সোনাল টুকটাক কাজ করতে করতেই চলে যায়। তাই পোষ্ট দেওয়া হয়ে উঠে না। আর আমার লেখার হাতও খুব একটা ভাল না। পোষ্ট না দেওয়ার পিছনে এটাও একটা কারন। তারপরও মাঝে মাঝে সময় করে ছোট ছোট টুকটাক কিছু পোষ্ট দেই। আর আমি একটা চরম অলস ছেলে। আমি শুধু স্বার্থপরের মত অন্যের লিখা পরেই যাই কিন্তু কোন মন্তব্য করি না। তাই সবার কাছে অনুরুধ করছি আমার এহেন আচরনে দয়া করে কেউ আমাকে দোষী সাব্বস্ত করবেন না।
©somewhere in net ltd.