নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

খেলনা পাগল ছেলেটা

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯

শিরোনামের ছেলেটা আর কেউ নয়, আমি। হ্যা, আমি খেলনা পাগল সেই ছোট্টবেলা থেকে। নানা রকম খেলনা বিশেষ করে গাড়ি, প্লেন, বাইক, ইত্যাদির মিনিয়েচার সংগ্রহ করতে আমি ভীষণ ভালোবাসি। এটাই আমার শখ।



মনে পড়ে ছোটবেলায় বাবা প্রতি মাসেই নতুন খেলনা (সাধারনত গাড়ি) কিনে দিতো। যার কারিগরি জানতে কয়েকদিন পরেই ব্যবচ্ছেদ জুটতো নতুন খেলনার কপালে। তাই বলে খেলনার কমতি হতনা, এখনো হয়না। বড় হয়ে গিয়েছি তাই ব্যবচ্ছেদ করা হয়না আর যা বাড়িয়েছে আমার সংগ্রহশালা।



কর্মজীবনের প্রথম বোনাস পেয়ে একটা আরসি কপ্টার কিনেছিলাম। তাছাড়া হাতে টাকা এলেই বা চোখে পড়লেই খেলনা কেনা হবে এটা এখন ধ্রুব সত্য। আমার পরিবার-পরিজনেরাও কম নয়। গেলো বছর ২৫তম জন্মদিনে বাবার কাছে আবদার করলাম খেলনার। বাবা একটা লাল টুকটুকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিলেন। জুলাই,১২ থেকে মার্চ,১৩ এই নয় মাসের প্রবাসী জীবনে এই গাড়িটা আমার অবসরের বন্ধু ছিলো। প্রিয়তমার কাছ থেকে পাওয়া অন্যতম গিফট হল কয়েকটা গাড়ির মিনিয়েচার যেগুলো সর্বদাই সাথে থাকে আমার। আমিও কম নই, তাকে দেওয়া আমার প্রথম কিছু ছিল একটা মডেল বুলডোজার। ধন্য বুলডোজার তুমি।



নয় মাস বাইরে থেকে থলিতে একটা ডিগ্রির সাথে অনেকগুলো খেলনাও যুক্ত হয়েছে। কি নেই সেখানে? স্থল-জল-আকাশ, সকল প্রকার যানের এক বিশাল সমাহার এখন আমাদের বসার ঘরের শোকেসে। তার কিছু ঝলক নিচের ছবিতে।







শুধু শখ বলেই নয়, আরো কিছু কারন আছে খেলনা কেনার-

১.জুনিয়র সায়মনের খেলনার পর্যাপ্ত যোগান নিশ্চিতকরণ (মূল্যবৃদ্ধির সতর্কতাস্বরূপ পূর্ব প্রস্তুতি)

২.ঘর ভর্তি খেলনা (যে ঘরে অন্য যে কারো প্রবেশ নিষিদ্ধ) নিয়ে আমি ও জুনিয়র সায়মন ধুমসে খেলছি এই ইচ্ছার বাস্তবায়নের রসদ যোগান।

৩. টিভি প্রোগামে দেখেছি অনেক অনেক বছর পর পুরোনো দিনের খেলনার এন্টিক মূল্য বেশ ভালো হয়। সেই হিসাবে ৫০,৬০ বা তারও পরবর্তী সায়মন বংশধরদের জন্য কিছু করে যাওয়া আর কি।

এই ৩ নং এর ব্যাপারে জানিনা, তবে ১ ও ২ নং আমাকে পূরন করতেই হবে। আশাকরি বিধাতা আমায় নিরাশ করবেননা এই চাওয়া থেকে।



ঝকমকে মল থেকে ট্রাফিক জ্যামের ফেরিওয়ালা, কেউ বাদ পড়েনাই আমার খেলনা কেনার মিশন হতে। কিনবনা কেনো, কিনবইতো.....অনেক অনেক খেলনা চাই আমার, অনেক। দুনিয়ায় যেখানেই যাই, খেলনা কেনা চাই।



সামুতে খেলনা পাগল আর কেউ কি আছেন?







মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

মাক্স বলেছেন: আপনার আশা পূর্ণ হোক।

ব্যবচ্ছেদ করা হত অনেক, ছোটবেলায়। একদিন হঠাৎ করেই এই নেশা কেটে গেল।

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার ব্যবচ্ছেদের নেশা না কাটলে সংগ্রহশালা খেলনার কবরখানায় বদলে যেতো।

২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

কালোপরী বলেছেন: জুনিয়র সায়মনের জন্য শুভেচ্ছা :)


খেলনা জমতে থাকুক

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাইফুল আজীম বলেছেন: জমানো চলছে, চলবে।

৩| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খেলনা জমতে জমতে সংগ্রহশালার পরিধি বাড়ুক।

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সাইফুল আজীম বলেছেন: আমার মা শুধু খেলনার জন্য একটা শোকেস বনাবার প্ল্যান করে বসে আছেন। পরিধিটা বর্তমান শোকেস ক্রস করলেই নতুন প্লাটফর্ম পাচ্ছি।

৪| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

টেস্টিং সল্ট বলেছেন: টয় ম্যান :) !:#P

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সাইফুল আজীম বলেছেন: ভালো বলেছেন। নামটা মনে ধরছে

৫| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

রিফাত হোসেন বলেছেন: গেমস পাগল আছি । :)
ক্যাড়া উঠলে পুরাই প‌্যাক কিনে বসি অরিজিন ও স্টিম সহ অন্যান্য অফিসিয়াল সার্ভার এ গেমাই । :)

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সাইফুল আজীম বলেছেন: ব্যস্ততা গেমস খেলার সময় দেয়না। তবুও সংগ্রহে অনেক গেমস আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.