নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

সেলামীনামা

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০১

ঈদ মানেই সেলামী। এ বিষয়ে কোন কথা হবেনা। আজ থেকে ২০ বছর আগে যেভাবে সেলামী নিতাম এখনও সেভাবেই নিচ্ছি, ভবিষ্যতেও নিব। বড় হয়ে গেছি, সেলামী নিতে নিতে কখন যে সেলামী দেয়ার সময় হাজির হয়ে গেছে টের পাইনি। তবে সাফল্যের সাথে সবাইকে পাশ কাটিয়ে সেলামী দেয়া থেকে বেঁচে গেছি।:D :D :D



এবার ঈদে সেলামীতে নতুন মাত্রা এনেছি আমি আর সেটা হলো বাসায় যত ছোট পোলাপাইন আছে সবার কাছ থেকে ১০ টাকা বড়ভাই ফান্ডে জমা নিয়ে মাঝারি অংকের একটা সেলামী জোগাড় করেছি। বিনিময়ে পোলাপাইনরে কয়েক দফা খাওয়াইতে হইছে। তবে দিনের শেষে লাভের অংক আমার ঘরে।;) ;) ;)



সবমিলিয়ে সেলামীর অংকটা এবার আশাপ্রদ। নামায শেষে ইয়া মুকাদ্দেমু বলে সংগ্রহ অভিযানে নেমেছিলাম। সফলতা শতভাগ।



স্বপ্ন দেখা আমার নেশা। যেকোন কিছুতেই স্বপ্ন দেখে ফেলি। কাল তাই স্বপ্নও দেখে নিলাম এক রাউন্ড। সায়মন আর সায়মন জুনিয়র মিলে একসাথে সেলামী সংগ্রহে নেমেছি.......দিনের শেষে বাবা-সন্তানের অর্জন শতভাগ। সপ্নিল সেই ঈদের অপেক্ষায় আমি।



সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

ভালা বুদ্ধি।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

সাইফুল আজীম বলেছেন: তা যা বলেছেন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা মজা পেলাম
সপ্নে ও নিজের লাভ দেখেন

শুভ কামনা সায়মন আর সায়মন জুনিয়রের জন্য :)

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ আপু। সেলামীতে লাভ নিয়ে কোন আপোষ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.