নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-১০

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

১. ট্যুরের শেষ অংশে এসে গেছি। রাতভর ট্রেন যাত্রা দিয়ে শেষ হবে ট্যুর :)



২. শীঘ্রই আসছি ৩ পর্বের ভ্রমন ব্লগ নিয়ে যাতে থাকছে আমার ৪১১৫ কিমি দীর্ঘ ভ্রমনের ছবি ও বর্ননা। এখন শুধু হোস্টেলে পৌছালেই হয় :D



৩. সিম্পোজিয়ামে প্রেজেনটেশন ছিল একটি। মারদাংগা প্রেজেনটেশন দিয়ে গ্রুপ সেরার খেতাব জিতলাম যা সত্যিকার অর্থেই বড় প্রীতিকর B-)



৪. নিউ দিল্লী রেল স্টেশনে রাত ১২টার ট্রেনের অপেক্ষায় বসে আছি আর ওয়াই-ফাইয়ের মজা লুটছি। ট্যাব একদম আপ-টু-ডেট করে তবেই ছাড়ব আজ :P



৫. ব্লাকবেরি কিনতে চাওয়ার ইচ্ছা এখন সিদ্ধান্তে পরিনত হয়েছে। সব কিছু ঠিক থাকলে এ সপ্তাহেই আমি নাম লিখাব ব্লাকবেরি বয়ের খাতায় ;)



চলবে...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

দূষ্ট বালক বলেছেন: তাড়াতাড়ি ফটু গুলো দেন একটু দেইখা নেই

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

সাইফুল আজীম বলেছেন: কাল-পরশু দিব ভাই। একটু জিরিয়ে নেই।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

বেকার সব ০০৭ বলেছেন: জলদি ৪১১৫ কিমি দীর্ঘ ভ্রমনের ছবি ও বর্ননা দেন জাতি দেখবার চায়

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

সাইফুল আজীম বলেছেন: জাতির জন্যইতো এত আয়োজন। সকালেই এসে পৌছালাম। সবকিছু গুছিয়ে রাতে আশা করছিন ১ম পর্ব পোস্ট করতে পারব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.