| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল আজীম
পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।
১. দেশের চলমান পরিস্থিতির কারনে প্রবাসে খুব কষ্টে আছি। পরিবার-প্রিয়জনেরর নিরাপত্তার চিন্তায় সবসময় অস্থির হয়ে থাকি। বাবা অবরোধে ঠিকমত অফিসে পৌছালেন কিনা, আবার বাসায় ফিরলেন কিনা.......ছোট ভাইয়ের ভর্তি পরীক্ষার কি হবে.......এমন কত শত চিন্তা! কবে যে একটু শান্তিতে চিন্তামুক্ত একটি দিন পার করতে পারব ![]()
২. আজকে রিসার্চে বেশ বড় একটা সাফল্য পেলাম। যদিও শুক্রবার আমার মন খারাপের দিন তবুও সাফল্যটা নিজেই উদযাপন করেছি দেরাদুনের বিখ্যাত আলীর বিরিয়ানি দিয়ে ![]()
৩. গত সপ্তাহে ডেবিট কার্ড হারিয়ে বিরাট যন্ত্রনায় পড়েছি। নতুন কার্ড পেয়ে গেলেও এখনও এক্টিভ হয়নি। কাল হওয়ার কথা......কাল যদি না হয় তো ![]()
৪. অনেকদিন ধরেই একটি দূরবীন কিনব ভাবছিলাম। গত সপ্তাহে হঠাৎ করেই বেশ কম দামে একটা ছোট্ট কিন্তু অসাধারন একটি দূরবীন পেয়ে কিনে নিলাম। রোজ বিকেলে দূরদৃষ্টির মজা উপভোগ করছি আশেপাশের পাহাড়, বন আর বসতিতে নজর বুলিয়ে ![]()
৫. ব্লাকবেরী বয়ের খাতায় নাম লিখিয়েছি এক সপ্তাহ হয়ে গেল। কার্ভ ৯২২০ মডেলটি আসলেই অসাধারন! ওয়াই-ফাই দিয়ে বিআইএস আর প্যাকেজ দিয়ে সাধারন ইন্টারনেট, দুটোই সমানতালে চলছে। আজ হাতে পেলাম ফোনটির আসল লেদার কভার। সবমিলিয়ে ব্লাকবেরী বয় হিসেবে আমারর সময় মন্দ যাচ্ছেনা একেবারেই ![]()
৬. চারিদিকে ধুম ৩ এর ক্রেজ দেখছি কয়েকদিন ধরেই। রবিবার আমিও যাচ্ছি মুভিটা দেখতে। তবে রিভিউতে দেখলাম বেশ কিছু সিন নাকি হলিউড থেকে কপি। হওয়াটাই স্বাভাবিক। ভারতীয় এ্যকশান মুভিতে হলিউড থেকে কপি করা সিন থাকবেনা তা কি হয় নাকি! যাই গিয়ে দেখে আসি কয়টা হলিউড মুভির নাম মাথায় আসে ধুম ৩ দেখে। কৃষ ৩ তো পুরাই বেহুদা ছিল। ভুক্তভোগীদের কাছে শুনে আর হলমুখী হইনি। কে জানে ধুম ৩ কেমন হয় ![]()
চলবে.........
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
সাইফুল আজীম বলেছেন: আইচ্ছা
২|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
পাউডার বলেছেন: হ
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
সাইফুল আজীম বলেছেন: ![]()
৩|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৮
পাঠক১৯৭১ বলেছেন: ইন্টারেস্টিং মনে হয়নি।
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
সাইফুল আজীম বলেছেন: সবকিছু ইন্টারেস্টিং নাও মনে হতে পারে ভাই। ব্যাপারনা।
৪|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৬
ভার্চুয়াল ফাইটার বলেছেন: @ পাঠক১৯৭১
কিরে ভাই তোর চরিত্র দেখি ঠিক হয় নাইরে !
তুই এখনও মানুষরে খুচাইস ?
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
সাইফুল আজীম বলেছেন: ![]()
৫|
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
মনিরা সুলতানা বলেছেন: ডিজিটাল খেরখাতা
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১
সাইফুল আজীম বলেছেন: ঠিক তাই। কাগজে-কলমে না লিখে ব্লগে-কীবোর্ডে লিখি আর কি!
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭
নানাভাই বলেছেন: চালাইয়া যান, আমরাও শুনি।