নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

বলিউড মুভির ধ্রুব সূত্র এবং ধুম ৩: যা দেখে এলাম

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আজ ধুম ৩ দেখে এলাম এবং একটি ব্যাপার একদম পরিষ্কার হয়ে গেল যে "বলিউড সিনেমার সিকুয়্যল এবং তার মান একে অপরের ব্যাস্তানুপাতিক" এটি একটি ধ্রুব সূত্র। নানা রকম রেকর্ড ধুম ৩ গড়েছে এবং গড়বে কিন্তু মানের দিক দিয়ে বরতে এটা প্রায় খালি কলসি (প্রায় খালি বলার কারন বাইকিং ট্রিকস আর আমির খানের দ্বৈত অভিনয় কলসিকে কিছুটা হলেও পূর্ণ করেছে)।



মুভির রিভিউয়ে যাবনা। শুধু আমার কয়েকটা অভজার্ভেশন বলছি-



১. মুভিটাতে শুরুর দিকে কিছু অপ্রয়োজনীয় এবং অতিদীর্ঘ দৃশ্য ছিল যা আমাকে বিরক্ত করেছে।



২. প্রথম ৩০ মিনিট বেশ আগোছালো লেগেছে আমার।



৩. আগের দুই পর্বে চুরি করার কৌশল দর্শক দেখলেও এবার তা আর নাই। চুরির পর আকাশে-বাতাসে ডলারের উড়া-উড়ি দেখা ছাড়া চুরি নিয়ে আর কিছুই নেই। পুরাই হতাশ আমি!



৪. অভিষেকের কিছু স্ট্যান্ট বিশেষত ৫ মিনিটে প্রায় ১০ খানা ইটের দেয়াল ভাঙ্গা এবং অটো রিক্সা নিয়ে গোল চক্কর কাটা দেখে দর্শক যখন হাসতে থাকল তখন বুঝে গেলাম যে বলিউডে জনি লিভারের শূণ্যস্থান আগেভাগেই পূর্ণ।



৫. নাচা-গানা ব্যাতীত ক্যাটরিনা আপার আর কোন কাজ ছিলনা মুভিতে। তবে আপা এরোবেটিকস ভালোই দেখাইছেন। মারহাবা! B-)



৬. উদয় চোপড়া ভাইজান সেই বাইক ড্রাইভারই রয়ে গেল। আগে তাও একটু-আকটু জোকারি করে দর্শক হাসানোর কাজে লাগত, এবার তার বড় একটি অংশ অভিষেক ছিনিয়ে নিয়ে গেল। সবশেষে বেচারা মামুলি বাইক ড্রাইভার হিসেবেই রয়ে গেল এবার!



৭. আমির খানের অভিনয় ভালো ছিল। ভিলেন হয়েও সে হিরো এই মুভিতে আর তাই বোধহয় শেষ দৃশ্যে আমিরদ্বয়ের আত্মহনন দর্শকের মধ্যে হাহাকার ফেলে দিল। আমি নিজেও কষ্ট পেলাম।



সন্দেহ নাই ধুম ৩ অনেক অনেক রুপীর রেকর্ড গড়বে তবে তার বেশীরভাগটাই আগের দুই পর্ব দেখে মানুষের মধ্যে ফাটাফাটি কিছু দেখার আশার কারনে আর বাকীটা আমির খানের কারনে। তবে ধ্রুব সত্য প্রমানিত হয়েছে। এটা কয়েকদিন আগে কৃষ ৩ প্রমান করে দিয়েছিল, আজ ধুম ৩ করল।



ধুম ৩ দেখা শেষ! টিকেট আর স্ন্যাক্সের দাম উসুল কারন আমির খানের বাইক, বাইকের বহুমুখী চলন এবং বাইকিং ট্রিকস আমার ভালো লেগেছে সাথে তার অভিনয়ও। এমনিতেই ছুটির দিন, তারপর আবার বৃস্টিস্নাত শীতের সকাল.......সেই সময়ে ঘুম থেকে উঠে যে তিন ঘন্টা ধুম ৩তে দিয়েছি তা নষ্ট হলে পুরাই X( মেজাজটা গরম হয়ে যেত। আমিরকে, তার বাইককে এবং ট্রিকসগুলোকে ধন্যবাদ।



*একটু আগে দেখলাম দূর পাহাড়ে বরফ পড়েছে। এসে গেছে সেই দিন! ধুমছে বরফে ঝাপাঝাপি করব এইবার :D :D :D

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :D :D :D :D :D :P

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সাইফুল আজীম বলেছেন: :#)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

পথহারা নাবিক বলেছেন: আমি দেখি নাই কিন্তু ট্রেইলার দেখে ফালতুই মনে হচ্ছে!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সাইফুল আজীম বলেছেন: ফালতু বলবনা তবে আহামরি কিছু না। না দেখলে খুব বড় কিছু মিস করবেন এমন নয়।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: আমাদের গ্রুপ এর মেয়ে ভক্ত রা দেখতে গেল,আমির খান ,আর আমার হাজবেন্ড সহ ছেলে রা গেলে ক্যাট আপা কে দেখতে ,মাঝে আমি পপ কর্ণ চিবালাম :||

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সাইফুল আজীম বলেছেন: হা হা হা!

আপু, আপনি কি ভারতে থাকেন?

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

মনিরা সুলতানা বলেছেন: জি গুরগাও ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

সাইফুল আজীম বলেছেন: আচ্ছা। আমি গত বছর গুরগাও গিয়েছিলাম ফিল্ড ভেরিফিকেশনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.