নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ব্লাকবেরীর ভালো-মন্দ

০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ব্লাকবেরী বয়ের খাতায় নাম লিখিয়েছি প্রায় এক মাস হল। ব্লাকবেরী কার্ভ ৯২২০ ব্যবহার করছি আমি। ৯০০০ রুপী বাজেট আর এন্ড্রয়েড ব্যবহারের একঘেয়েমী থেকে মুক্তি পেতেই মূলত ব্লাকবেরীর এই এন্ট্রি লেভেল ফোনটি কিনেছিলাম। এর ব্যবহারটা হয় ফোন, এস.এম.এস, গান শোনা আর মাঝে-মাঝে সোশাল নেটওয়ার্কিং বা ব্রাউসিংয়ে। তো এই এক মাসে আমার কাছে ব্লাকবেরীর যা কিছু ভালো-মন্দ লেগেছে তাই শেয়ার করছি আজ আপনাদের সাথে-



যা কিছু ভালো:



১. ব্লাকবেরী ফোনের আসল ভালো দিক এর কী-বোর্ড। অসাধারন রে-আউট যা দ্রুত টাইপিংয়ের জন্য আমার কাছে অসাধারন মনে হয়েছে।



২. ফোনের সার্ভিস এল.ই.ডিটি আমার ভালো লেগেছে। মিসকল বা এস.এম.এস এল কিনা তা এল.ই.ডি কালার থেকে বুঝতে পারি খুব সহজেই। ল্যাবে থাকাকালীন ব্যাপারটা খুব সাহায্য করে আমাকে।



৩. অপটিকাল ট্র্যাকপ্যাডটি খুবই ফ্লেক্সিবল আর রেসপন্স অসাধারন।



৪. ব্লাকবেরী ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে আমি খুশী। আর ব্লাকবেরী ব্রাউসারটি আমার দেখা সেরা ফোন ব্রাউসার।



৫. ব্রাকবেরীর বক্সটিও অন্যরকম। আমি আগের সব ফোন বা ট্যাবের বক্স ফেলে দিলেও এটা রেখে দিয়েছি। কালার, স্টাইল এবং লুক........সব দিক থেকেই অন্যরকম।



৬. ক্যামেরা ব্যবহার করিনা বললেই চলে কিন্তু যতটুকু করেছি তাতে ছবির মান ভালোই মনে হয়েছে। এন্ট্রি লেভেল ফোনের ক্যামেরা হিসেবে ঠিকই আছে।



৭. ডিজাইন খুব কম্প্যাক্ট আর স্মার্ট। ব্লাকবেরী কভারের সাথে ব্যবহার করে আমার খুব ভালো লেগেছে।



৮. সার্চ অপশনটি একদম পার্ফেক্ট। ফোন নাম্বার থেকে শুরু করে কোন অপশন.....সবকিছুই খুজে পাওয়া যায় নিমিষেই।



৯. ভয়েস কলিং এন্ড কমান্ড, দুটোই দারুন কাজের দ্রুত কল করতে বা কোন অপসন, টুল, ইত্যাদি ব্যবহার করতে। বি.বি ও.এস ৭.১ এর এই দুটো অপশন আমার সবচাইতে প্রিয়। ব্লাকবেরী ব্যবহারের পর থেকে শেষ কবে কী-প্যাড থেকে ডায়াল করেছি মনে পড়েনা।



মন্দ:



১. অপশনগুলো একটু জটিল লেগেছে আমার কাছে।



সত্যি বলতে কি আর কোন মন্দ খুজে পাইনি। আমার ব্যবহারের চাহিদা অনুসারে বাকী সবকিছু ঠিকই আছে।



সবমিলিয়ে ব্লাকবেরী বয় হয়ে কাটানো এই এক মাসে আমি এটুকু বলতে পারি ব্লাকবেরী অনন্য তার ইউনিক ফিচারগুলোর কারনে। আশা করছি মার্কেট ধরে রাখতে ব্লাকবেরী এন্ড্রয়েড ফোন তৈরি করলেও তার ইউনিক ফিচার আর সার্ভিসগুলো বজায় রাখবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

মেনন আহমেদ বলেছেন: বাংলাদেশ টাকায় কতো দাম পড়বে ছবি টা দিলে ভালো হতো।
সুন্দর পোষ্ট।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

সাইফুল আজীম বলেছেন: ভাই, আমি যতদূর জানি ১৬ থেকে ১৮ হাজারের ভেতরেই হবে দাম। যেহেতু ব্লাকবেরীর ভালো-মন্দ নিয়ে লিখেছি তাই স্পেসিফিক যেন না হয় সে কারনেই ৯২২০ এর ছবিটা দেইনি। একটু গুগল করুন...ছবি, রিভিউ, ইত্যাদি পেয়ে যাবেন।

২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

ফেরদাউস আল আমিন বলেছেন: বাংলাদেশে কালবেরি মনে হয় বিটিআরসির জন্য বন্ধ হয়ে যাবে

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

সাইফুল আজীম বলেছেন: ওটা বিআইএস। ফোন ব্যবহারে কোন সমস্যা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.