![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।
প্রতি মাসের ১ম ১০ দিনের যে কোন এক দিনে আমার একাউন্টে ফেলোশিপ চলে আসে। ঐ দিনটাকে আমি বলি ওয়ালেট রিফুয়েলিং ডে। সাধারনত দুপুরের দিকে এস.এম.এস আসে ফোনে যে ব্যাংকে ফেলোশিপ জমা হয়েছে। এস.এম.এস পাওয়ার সাথে সাথেই আমি পিসি অফ করে বা একসাথে অনেকগুলো কমান্ড দিয়ে ল্যাব থেকে চলে আসি। রুমে এসে আর দেরী নয়....ব্যাগ কাঁধে নিয়ে বেড়িয়ে পড়ি। পুরো শহর ঘুরে-ফিরে একবারে রাতে ঘরে ফিরে আসি। আজও তাই করলাম।
দুপুরের খাবার খেয়ে ল্যাবে যাব যাব করছি তখনই এস.এম.এস এল। ব্যাস, ল্যাব গেল গোল্লায়! গতকাল কেনা ডিটেকটিভ লং কোট পড়ে সেজেগুজে ঘুরতে বেড়িয়ে পড়লাম। শুরুতেই ইন্টারনেট প্যাকেজ আপডেটেরর কাজটি সেরে নিলাম। তারপর গেলাম মাংসের বাজারে। পুরো মাসের চাহিদা অনুযায়ী গরু আর মুরগী নিয়ে নিলাম। এরপর চলে গেলাম কুটির শিল্পের মেলায়। চলল কিছু কেনাকাটা। দিন প্রায় মেলাতেই কেটে গেল।
রিফুয়েলিং ডেতে আমি যেকোন একটা প্রিয় রেস্টুরেন্টে এ যাব এটা ধ্রুব সত্য। আজ গেলাম পিজ্জা হাটে। পিজ্জা খেয়ে বের হওয়ার সময় দেখলাম একটা ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে। যদি কোন কাস্টমার মনে করেন পিজ্জা হাটে সময়টা ভালো কেটেছে তবে বের হওয়ার সময় ঘন্টা বাজিয়ে যাবেন। যেহেতু মন আর পিজ্জা দুটোই ভালো ছিল তাই ঘন্টা বাজিয়ে দিলাম।
ওয়ালেট রিফুয়েলিং ডে শেষ হয়ে এল। ঘরে ফিরে এলাম খুশী মনে। অপেক্ষায় পরের মাসের।
প্রবাস জীবনে আনন্দ করা তাও একা....খুবই কঠিন একটা ব্যাপার। আর তাই কোন এক ছুতোয় একটা সাধারন দিনকে আমি বিশেষ দিনে পরিনত করে নিয়েছি। এটা শুধুই আমার, আমার ওয়ালেট রিফুয়েলিং ডে!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
সাইফুল আজীম বলেছেন:
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
ভারচুয়াল আমি বলেছেন: আমারও বিদেশ যাইতে মুঞ্ছায়!
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
সাইফুল আজীম বলেছেন: এই লন। আসতে চাইলে গুতান:
http://cssteap.org/19th_RSGIS_Brochure.pdf
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
তূর্য হাসান বলেছেন: হ্যাপি ওয়ালেট রিফুয়েলিং ডে !!
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
সাইফুল আজীম বলেছেন:
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
জো জো বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
সাইফুল আজীম বলেছেন:
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২
মনিরা সুলতানা বলেছেন: আপনার রিফুয়েলিং ডে আনন্দময় হোক
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
লিখেছেন বলেছেন: ভাই, refueling জা হয়, তাতে কি মাস শেষে কিছু জমে, নাকি অবস্থা ত্রাহি মধুসূদন হয় ?
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
সাইফুল আজীম বলেছেন: ভাই প্রতি মাসেই এটা-ওটা কিনি। এই মাসে লং কোট কিনলাম, আগের মাসে ব্লাকবেরী, তার আগের মাসে প্রিয়জনদের জন্য প্রচুর উপহার.........তাই জমার খাতায় অংকটা বেশী বড় নয়। আর প্রতি মাসে হট হুইলস কারেকশন বাবদ একটা অংশ যায়। তবে জমাই কিছু। ত্রাহি মধুসূদন অবস্থা হয়নি এখনও।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
কালোপরী বলেছেন: