নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ছুটি শেষে পরের দেশে

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

১৪ থেকে ২৭.......দিনগুলো দেখতে দেখতেই শেষ হল। বাংলাদেশকে বিদায় জানিয়ে এখন ট্রেনে করে দেরাদুনের পথে আমি। কাল সকালে পৌছাব দেরাদুন। ছুটির দিনগুলো ভালোই গেল এবার। সেই সাথে দারুন কিছু ব্যাপারও ঘটে গেল যা ভাবতেই পারিনি। সব মিলিয়ে ছুটি রকস্....



ফেরার পথে কলকাতা শহরটি ঘুরে দেখেছিলাম কাল সারাদিন। তাই এবারের ভ্রমন ধারাবাহিকে দেরাদুন-বাংলাদেশ-দেরাদুন ট্যুরের সাথে কলকাতার এদিক-সেদিক নিয়েও থাকবে এক রাউন্ড।



পৌছে নেই দেরাদুনে......আসছি ভ্রমন ধারাবহিক নিয়ে তারপরই।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১১

তূর্য হাসান বলেছেন: অপেক্ষায় থাকলাম। ভ্রমণ নিরাপদ হোক।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

ভুেতরগলি বলেছেন: অপেক্ষায় থাকলাম। :)

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সাইফুল আজীম বলেছেন: থাকেন। ট্রেন কিন্তু ৩ ঘন্টা লেট

৩| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫

পাঠক১৯৭১ বলেছেন: কলকাতায় খাবারের দাম কেমন? দরিদ্র মানুষ কেমন চোখে পড়লো?

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সাইফুল আজীম বলেছেন: কম দাম মনে হল ভারতের অন্যান্য প্রদেশের তুলনায়। খুব বেশী খাবার দোকানে ঢুঁ মারা হয়নি যদিও তবে তুলনা করে দাম কম পেলাম।

দরিদ্র মানুষ কোথায় নেই বলেন? রেল স্টেশন, ফেরী ঘাট, ইত্যাদি জায়গায় ভালোই চোখে পড়েছে।

৪| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: অপেক্ষায় রইলাম। আপনি শেষ পোস্টে অবশ্যই সবগুলোর লিংক দিয়ে দেবেন বা এক পোস্টে দেবার চেষ্টা করবেন।

০২ রা মার্চ, ২০১৪ ভোর ৬:৩৯

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ। আমি প্রতি পর্বে তার আগের পর্বের লিংক দেই সাধারনত। এভাবে শেষ থেকে শুরুতে পৌছে দিতে ভালো লাগে আমার।

৫| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৮

েবনিটগ বলেছেন: planning to go to calcutta, delhi and agra soon. can i seek your advice in this regard? of course, i will ask pointed questions which are difficult to find from internet or other sources.

০২ রা মে, ২০১৪ রাত ১০:৪৫

সাইফুল আজীম বলেছেন: কোন সমস্যা নাই। আমার মেইলে যত খুশী প্রশ্ন কইরেন।

[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.