| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল আজীম
পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।
অনেকদিন পর এলেবেলে লিখছি। কত ঘটনাই ঘটছে রোজ! থাকনা তারই কিছু এলেবেলে হয়-
১.দুপুরে ঝাল-ঝাল হাড় সমেত রান্না করা গরু ভূনা দিয়ে ভরপেট মধ্যান্নভোজনের পর ৪ ঘন্টার টানা ঘুমের মাসুল গুনছি এখন। প্রায় মাঝ রাত্রি হয়ে এল কিন্তু ঘুম আসেনা ![]()
২. অনেকদিন পর আজকে খেলনার সংগ্রহে নতুন কিছু যোগ হল। একটা মিনিয়েচার অফরোড বাইক যাতে নিঁখুত ডিটেইলিং করা। সাসপেনশন এক্টিভ হলে মিউজিকও বাজে
![]()
৩. সিনিয়রের কোর্স শেষের পথে। দেশে ফিরবেন খুব জলদি। তার ছেলের আবদার একটা বিশাল খেলনা বিমানের। 'মিশন বিশাল বিমান' সফল করতে গতকাল ও আজ দেরাদুনের সবগুলো টয় শপে চিরুনি অভিযান চালিয়ে অবশেষে আজ সফল হলাম। আপুর হাতে তুলে দিলাম প্রায় ১.৫ হাত লম্বা একটি এয়ারবাসের ব্যাটারী অপারেটেড মডেল ![]()
৪. কলকাতা ভ্রমন নিয়ে শুরু করা ধারাবাহিকটির পর্ব ২.২ আজও পোস্ট করতে পারলামনা। ছবিগুলো ল্যাবে রেখে এসেছি তাই সোমবারের আগে আর পারব বলে মনে হচ্ছেনা
![]()
৫. ফ্ল্যাপি বার্ড গেমটা মেজাজ পুরাই গরম করে দিচ্ছে রোজ। অনেক চেষ্টার পরেও হাই স্কোর ৬ ![]()
৬. আগামী মাসে রাজস্থানের মাউন্ট আবু হিল স্টেশনে যাচ্ছি ওখানে অবস্থিত ইনফ্রারেড অবসারভেটরির রিডিং চেকিংয়ে। মজার ব্যাপার হল ট্যুরে যাচ্ছি যেদিন ওই দিনই আমার জন্মদিন। পরিবার-প্রিয়জন ছাড়া জীবনের প্রথম জন্মদিনটাতে ট্যূর!! মন্দ নয় ![]()
চলবে........
©somewhere in net ltd.