নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-১২

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৬

অনেকদিন পর এলেবেলে লিখছি। কত ঘটনাই ঘটছে রোজ! থাকনা তারই কিছু এলেবেলে হয়-



১.দুপুরে ঝাল-ঝাল হাড় সমেত রান্না করা গরু ভূনা দিয়ে ভরপেট মধ্যান্নভোজনের পর ৪ ঘন্টার টানা ঘুমের মাসুল গুনছি এখন। প্রায় মাঝ রাত্রি হয়ে এল কিন্তু ঘুম আসেনা X(



২. অনেকদিন পর আজকে খেলনার সংগ্রহে নতুন কিছু যোগ হল। একটা মিনিয়েচার অফরোড বাইক যাতে নিঁখুত ডিটেইলিং করা। সাসপেনশন এক্টিভ হলে মিউজিকও বাজে :D :D



৩. সিনিয়রের কোর্স শেষের পথে। দেশে ফিরবেন খুব জলদি। তার ছেলের আবদার একটা বিশাল খেলনা বিমানের। 'মিশন বিশাল বিমান' সফল করতে গতকাল ও আজ দেরাদুনের সবগুলো টয় শপে চিরুনি অভিযান চালিয়ে অবশেষে আজ সফল হলাম। আপুর হাতে তুলে দিলাম প্রায় ১.৫ হাত লম্বা একটি এয়ারবাসের ব্যাটারী অপারেটেড মডেল :)



৪. কলকাতা ভ্রমন নিয়ে শুরু করা ধারাবাহিকটির পর্ব ২.২ আজও পোস্ট করতে পারলামনা। ছবিগুলো ল্যাবে রেখে এসেছি তাই সোমবারের আগে আর পারব বলে মনে হচ্ছেনা /:) /:)



৫. ফ্ল্যাপি বার্ড গেমটা মেজাজ পুরাই গরম করে দিচ্ছে রোজ। অনেক চেষ্টার পরেও হাই স্কোর ৬ :-/



৬. আগামী মাসে রাজস্থানের মাউন্ট আবু হিল স্টেশনে যাচ্ছি ওখানে অবস্থিত ইনফ্রারেড অবসারভেটরির রিডিং চেকিংয়ে। মজার ব্যাপার হল ট্যুরে যাচ্ছি যেদিন ওই দিনই আমার জন্মদিন। পরিবার-প্রিয়জন ছাড়া জীবনের প্রথম জন্মদিনটাতে ট্যূর!! মন্দ নয় :P



চলবে........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.