নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

আরেকটি ভ্রমন ব্লগ পর্ব আসছে............

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৭

২ এপ্রিল প্রেজেন্টেশন ছিল। বেশ ভালোভাবেই তা শেষ করলাম। এবার সময় রিসার্চ শেষ করবার। কিন্তু এটা এমার জন্ম মাস আর তাই কাজের সাথে সাথে উদযাপনমূলক ভ্রমনও চলবে। তো সবকিছু ঠিক থাকলে আগামী ৯ই এপ্রিল সকালে বেড়িয়ে পড়ব মাউন্ট আবু হিল স্টেশনের উদ্দ্যেশে। প্রথমে দিল্লী যাচ্ছি। দিল্লী থেকে মাউন্ট আবু যাওয়ার ট্রেন রাত ৮টায় ট্রেন তাই মাঝের সময়টা এয়ার ফোর্স এবং রেল যাদুঘর, এই দুটো জায়গা ঘুরব। রাত ৮টার রাজধানী এক্সপ্রেসে করে পরদিন সকালে পৌছে যাব মাউন্ট আবু। তবে প্রথমেই মাউন্ট আবুতে অবস্থিত ইনফ্রারেড অবসারভেটরিতে যেতে হবে রিসার্চ বিষয়ক কাজে। এরপর ১৩ তারিখ রাতে ট্রেনে উঠবার আগে যা যা দেখব-



১. নাক্কি লেক

২. সানসেট পয়েন্ট

৩. কিছু আর্কিওলজিকাল সাইট এবং মন্দির

৪. ওয়াইল্ড লাইফ স্যানচুরি

৫. ক্রকোডাইল পার্ক

৬. চাচা মিউসিয়াম নামে একটি গিফট শপ

৭. আরও অনেক কিছু যা মাউন্ট আবুর চারপাশে ছড়িয়ে আছে



১৪ তারিখ সকালে দিল্লী এবং রাতে বা পরদিন সকালে দেরাদুন ফিরব। দিল্লীতে দিনের সময়টা আমার প্রিয় চাঁদনী চকের অলি-গলিতে কাটিয়ে দিয়ে রাতে দেরাদুন ফিরব এমনটাই পরিকল্পনা আপাতত। দেখা যাক কি হয়!



আশা করছি নতুন সব বিষয় আর এত্ত এত্ত ছবি নিয়ে এক বিশাল ধারাবাহিক সমেত আপনাদের সামনে হাজির হব। যাই তবে, ভ্রমনটা সেরে আসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.