নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-১৪ (বিশেষ ঈদ সমাচার)

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৭

১. ঢাকা-বরিশাল-ঢাকায় নৌ রুটে এবারই প্রথম ঈদে বাড়ি যাওয়া-আসা করলাম। বিষ্ময়করভাবে যাওয়া-আসা কোন ক্ষেত্রেই বাড়িত যাত্রীর চাপ বা এই বিষয়ক কোন সমস্যায় না পড়ে দারুনভাবে যাত্রা উপভোগ করেছি। খুব জলদি এই যাত্রা নিয়ে এক ছত্র লিখব সামুতে।

২. বড় হয়ে গেছি! তাই সেলামি দিতে হল সব্বাইকে! তবে বড় ভাই ফান্ড তৈরি করে তারপর দেওয়া সেলামির শতকরা ২৫ ভাগ কেটে রেখে রাখায় কিছু সেলামি উদ্ধার করা গিয়েছে।

৩. 'বাড়ির বড় ছেলে', এই উপাধিকে হাতিয়ার বানিয়ে মুরুব্বিদের কাছ থেকে মাঝারি অংকের সেলামি সংগ্রহ করেছিলাম কিন্তু খাওয়া-দাওয়াতেই সব শেষ।

৪. ঢাকায় ফিরে ঘুরতে গিয়েছিলাম বিমান বাহিনী যাদুঘরে। উদ্দ্যোগটি ভালোই কিন্তু দর্শকরা যাদুঘরকে খেলাঘর বানিয়ে ইতিহাসের সাথে যাচ্ছে তা করছে এটা দেখে আমার মেজাজ খুব খারাপ হয়েছিল। বিস্তারিত লিখব কোন এক পর্বে। আমার মনে হয় যাদুঘর আর খেলাঘর...এই দুইয়ের পার্থক্য জেনে তবেই কোথাও যাওয়া উচিত।

চলবে.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: শুভেচ্ছা :)

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৩

সাইফুল আজীম বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.