নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-২২ (প্রচুর ছবিতে ক্রিসমাস এবং নিউ ইয়ারের আতশবাজী)

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৮

# সবাইকে নতুন বছর ২০২০ এর শুভেচ্ছা। যেমন বলেছিলাম তেমনই হাজির হলাম আতশবাজীর পোস্ট নিয়ে। প্রচুর ছবি দিতে গেলে লিমিটের ব্যাপার চলে আসে তাই কয়েকটা ছবি এক করে একটি ছবি বানিয়ে প্রায় ৩০টি ছবি দিলাম। এতে প্রচুর ছবি দিতে আর কোন বাঁধা রইলাম। ছবিগুলো কোপেনহেগেন সিটি হলের সামনে এবং এর পাশেই অবস্থিত টিভোলি থীম পার্কে হওয়া আতশবাজীর। পকেটে থাকা আই ফোন ৭ দিতেই ছবিগুলো তোলা।

# প্রথম ছবিগুলো ক্রিসমাসের যা ২৭ শে ডিসেম্বর টিভোলি থীম পার্কে তোলা:












# এবার একটু আগে সিটি হলের সামনে তোলা নিউ ইয়ারের ছবিগুলো দেখা যাক:
















আশা করি ছবিগুলো ভালো লেগেছে। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা!

গত পর্বের লিংক:
এলেবেলে-২১ (প্রচুর ছবিতে ডেনমার্কের ক্রিসমাস)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার সব ছবি।চমৎকার পোস্ট। নববর্ষের শুভেচ্ছা রইল।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা।






ভালো থাকুন নিরন্তর।।

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: গতকাল আমাদের এলাকায় প্রচুর আতশ বাকি ফুটানো হয়েছে। আমি মোবাইল দিয়ে কিছু ছবি তুলেছি।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৫

বিজন রয় বলেছেন: সুন্দর ও অফুরন্ত!!

শুভেচ্ছা রইল।

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৫

করুণাধারা বলেছেন: খুবই ভালো লেগেছে ছবিগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.