নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-২৪ (ছবিতে Copenhagen Light Festival 2020: Evening 1)

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৭

Copenhagen Light Festival খুব জনপ্রিয় একটি স্ট্রীট আর্টওয়ার্ক শো যা প্রতি বছরের ১ - ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত কোপেনহেগেন শহরে উদযাপিত হয়ে থাকে। লাইট ব্যবহার করে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে/বিল্ডিংয়ের দেয়ালে, ব্রীজের পিলারে নানা থীমে আর্টওয়ার্কগুলো ডিসপ্লে করা হয়। হেঁটে, সাইকেল চালিয়ে বা খালে নৌকা/কায়াকে চড়ে এগুলো উপভোগ করা যায়। গতকাল সন্ধ্যায় প্রায় দেড় ঘন্টা হন্টন করে কিছু light works দেখলাম। এর মধ্যে কিছু ছিল স্পেশাল যা শুধু গতকালকের জন্যই ডিসপ্লে করা হয়েছে। বাকিগুলো মাস জুড়ে চলবে। একসাথে সব না দেখে মাস জুড়ে দেখাতেই ফায়দা বেশী তাই আজকে ১০টার মত দেখলাম। লেজার লাইট শো বাদে বাকিগুলো এ বছর নতুন। যেমনটি আগেই বলেছি, সবগুলো আর্টওয়ার্কই যে পথচারীদের জন্য তৈরি তা নয় বরং কিছু জলচারীদের জন্যও তৈরি যারা নৌকা/কায়াক নিয়ে খালে-খালে ঘুরে এগুলো উপভোগ করতে পারবে।

প্রতিটা light work এর একটা সুচরিত/ফিলসোফিক নাম আছে। নামগুলো এখানে লিখলাম তবে বিস্তারিত লিখলামনা যা অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন (Click This Link)। থীম, শিল্পীর নাম-পরিচয় ইত্যাদি সব তথ্য এখানে দেওয়া আছে। কারও আগ্রহ থাকলে দেখতে পারেন। তার আগে চলুন এখন ছবি দেখি। ছবিগুলো সদ্য কেনা iPhone 8 Plus দিয়ে তোলা।

# The Boat


# Laser Show


# Blue Horizon with Laser Show


# Dichroic Sphere


# For The Lonely Giant Plant


# Interactive Trampoline


# Beads’n Strings


# Portal of Stillness


# Rest


# Conexus


# Take a Look Inside








# Like a Bridge over Bubbled Water - Mads Vegas


একটু পরই Evening 2 এর জন্য হাঁটতে বের হব যার ছবি থাকবে এলেবেলে-২৫ এ। এলেবেল-২৪ এখানেই শেষ

গত গর্বের লিংক:
এলেবেলে-২৩ (ছবিতে ২০২০ এর প্রথম মিনি ইউরো ট্যুর)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.