নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ছবিতে France এর Toulouse শহর এবং একটুখানি অন্যান্য

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৭

প্রজেক্ট মিটিংয়ে ২৫ থেকে ২৮শে ফেব্রুয়ারি সকাল পর্যন্ত Toulouse, France এ ছিলাম। Toulouse ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় রাজধানী। একে La Ville Rose বা Pink City নামেও ডাকা হয় যার কারন এই শহরের বিল্ডিংগুলোতে ব্যবহার করা টেরাকোটা ইঁটগুলো। শহরের মাঝ দিয়ে বয়ে গেছে Garonne নদী এবং Canal du Midi নামের খাল। এই খাল নদীটিকে সংযুক্ত করেছে মেডিটেরিয়ান সাগরে। হেঁটেই ঘুরে দেখা যায় এমন শহর এটি। ব্রীজ সমৃদ্ধ এই শহর অবশ্য এখন এয়ারবাসের ফ্যাক্টরির জন্য বেশী পরিচিত।



আমার মিটিং/ভ্রমনের বিতাংয়ে না যেয়ে চলুন ছবিতে Toulouse দেখি। সাথে কিছু অন্যান্য ছবি মুফত!

# Garonne নদী


# রাতের বেলা নদীর পাড় থেকে দেখা ব্রীজ এবং বিল্ডিংয়ের সৌন্দর্যময় ল্যান্ডস্কেপ




# সুন্দর এবং সাজানো Canal du Midi


# বিখ্যাত গীর্জার রাত এবং দিনের সৌন্দর্য






# টেরা-কোটা বিল্ডিং




# মজাদার ফ্রেঞ্চ পেস্ট্রি


# তিন দিন যা খেলাম


# শহরের মাঝে বসা গো-রাউন্ড


# রুফ পেইন্টিং


# শহর জুড়ে চলা ট্রাম


# অলি-গলি


অন্যান্য:

# এরিয়াল ফটোগ্রাফী (Munich এবং Toulouse এর আকাশে তোলা)








# বিমানের ডানার ভিউ


# আমার এবং তার জন্য টুকটাক শপিং




Toulouse দেখা হয়ে গেল তাহলে! যারা এখানকার এয়ারবাস ফ্যাক্টরি এবং মিউসিয়াম ঘুরে আসতে চান তাদের জন্য গতকাল করা পোস্টের লিংক দিলাম:

ছবিব্লগ: শখের নাম প্লেন স্পটিং - স্পেশাল পর্ব (এয়ারবাস ফ্যাক্টরী, মিউসিয়ামে দিগগজ জাম্বো জেট এবং কনকর্ড দর্শন)

বিদ্র: সোমবার মধ্য ডেনমার্কে যাব প্রজেক্ট কনফারেন্সে। যদি ড্রোনগ্রাফীর সুযোগ হয় তাহলে ড্রোনগ্রাফী সিরিজের নতুন পর্ব শীঘ্রই আসবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



কিসের প্রজেক্ট?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

সাইফুল আজীম বলেছেন: কৃষি বিষয়ক।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: চমৎকার ছবি।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: আপনি কোন ক্যামেরা দিয়ে ছবি তোলেন?? মডেল কত??

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

সাইফুল আজীম বলেছেন: এখানে দেওয়া সব ছবি iPhone 8 Plus দিয়ে তোলা। তবে প্লেন স্পটিংয়ে আমি ক্যানন ১২০০ ডি, সাথে ৫৫-২৫০ মিমি লেন্স ব্যবহার করি।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

নেওয়াজ আলি বলেছেন: অনুপম,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.