নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফী - পর্ব ৯ (বনে-জঙ্গলে এক দিন)

০১ লা জুন, ২০২০ রাত ১০:২০

গ্রীষ্মকালীন সময়ের এই চমৎকার আবহাওয়া ড্রোনগ্রাফীর জন্য খুবই উপযোগী। তাই ছুটির দুপুরে আমি ড্রোন সমেত বেরিয়ে পড়ি। আজ যে ছবিগুলো পোস্ট করছি তা গত দুই দিনে দুই স্থানে তুলেছিলাম। সবসময় তোলা Panorama এর সাথে , Shalow Focus, Spherical এবং NADIR মোডেও কিছু ছবি তুলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমার বসবাসের এলাকা Høje-Taastrup এ অবস্থিত ১১ মিটার লম্বা এই টাওয়ারটি ডেনমার্কের প্রথম Climate Tower। গতকাল ছুটির দুপুরে তারই ড্রোনগ্রাফী করতে এসেছিলাম। অল্প উচ্চতা (২০ মিটার) থেকে Shalow Focus মোডে টাওয়ারের ছবিটি তোলা।



Urban Nature Space কনসেপ্টের অংশ হিসাবে তৈরি এই টাওয়ারটিতে সৌর শক্তি, বায়ু শক্তি এবং বৃষ্টির পানি এই তিনের ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্নের ব্যবস্থা আছে। সেই সাথে টাওয়ারের অভসারভেটরিতে কৃত্রিম মেঘ তৈরি করে আবহাওয়া এবং জলবায়ুর ধারনা দেওয়ারও ব্যবস্থা আছে। আর চারিদিকে বসানো সেন্সর থেকে আবহাওয়া বিষয়ক নানা রকম তথ্যও জানা যায়। সবমিলিয়ে টাওয়ারটিতে তার নামের স্বার্থকতা লক্ষনীয়।

একই সময়ে তোলা আশেপাশের কিছু ল্যান্ডস্কোপ। খুব কাছেই ফ্লাইয়িং স্কুল থাকায় একটু পর সেসনা বিমান অতি অল্প উচ্চতায় উড়া-উড়ি করে বলে রেগুলার ১০০ মিটার উপর থেকে গতকাল আর ছবি তুলতে পারিনি। নিচের ছবিগুলো ৬০ মিটার উপর থেকে তোলা।







আজকে বাসার কাছের বন-জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। প্রথমেই ১০০ মিটার উপর থেকে Little Planet স্টাইলে Spherical মোডে ছবি তুললাম।



এরপর যথাক্রমে ১০০ এবং ১২০ মিটার উপর থেকে তুললাম NADIR ফটো।





সবশেষে ১০০ মিটার উপর থেকে আশেপাশের কিছু Panorama তুললাম।





ছবি তোলা শেষে জঙ্গলে ঘুরা-ঘুরি করে বাসায় ফিরে এসেছে। আবহাওয়া ভালো থাকলে আসছে সময়ে প্রচুর ড্রোনগ্রাফী হবে, প্রচুর! সে আশা নিতেই পর্ব-৯ এখানেই শেষ করছি।

পর্ব-৮:
ড্রোনগ্রাফী - পর্ব ৮ (যেখানে দৈত্যের বসবাস)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ১০:৩৭

গুরুভাঈ বলেছেন: আমি ২০১০-২০১২ 10 Jagtvej, Copenhagen ছিলাম

০১ লা জুন, ২০২০ রাত ১০:৫২

সাইফুল আজীম বলেছেন: আমি এর আগে শহরেই ছিলাম। হাউজিং কোম্পানী থেকে অফিসের কাছে বাসা পেয়ে সম্প্রতি এদিকে এসেছি।

২| ০১ লা জুন, ২০২০ রাত ১১:০৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । উপভোগ্য

৩| ০১ লা জুন, ২০২০ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।

৪| ০২ রা জুন, ২০২০ রাত ১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.