নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ড্রোনগ্রাফী - পর্ব ১২ (লেকের পাড়ে একদিন)

২২ শে জুন, ২০২০ রাত ১০:২৩

গত সপ্তাহে মিটিংয়ে বসের সামার হাউজে গিয়েছিলাম। দিনভর মিটিংয়ের ফাঁকে ফাঁকে লেকের পাড়ে একটু ড্রোনগ্রাফীও করেছিলাম। ছবির সংখ্যা খুব বেশী নয় তবে এর মাঝে আমার অতি প্রিয় The Little Planet স্টাইলেও তোলা ছবিও আছে। আর মোবাইল ফোনে তোলা কয়েকটি ছবিও দিলাম ড্রোনের ছবির সাথে।

লেক বরাবর ছবি তিনটি উচ্চতা থেকে তুলেছিলাম। একই রকম লাগলেও আশেপাশের পরিবর্তনটা দেখতে মন্দ লাগেনা:







লেকের চারিপাশটাও কম সুন্দর না!:



লেককে সামনে রেখে সারি সারি সামার হাউজগুলোর দেখা মিলে। ড্যানিশরা গ্রীষ্মকালটা এ ধরনের বাড়িতে থাকতে পছন্দ করে।



এবার The Little Planet স্টাইলে উপরের সবকিছু দেখা যাক:



ড্রোনগ্রাফী শেষ কিন্তু ছবি শেষ করছি মোবাইল ফোনে তোলা দুটো ছবি দিয়ে:





পর্ব ১২ এখানেই শেষ। আসছে সপ্তাহগুলোতে প্রচুর ঘুরে বেড়ানো হবে তাই পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি শীঘ্রই!

গত পর্ব:

ড্রোনগ্রাফী - পর্ব ১১ (প্রিয় বাংলাদেশ)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: ড্রোন খুবই মজার একটা জিনিস।
সিনেমাতে এর ব্যবহার দিন দিন বাড়ছে।

২| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ৪র্থ আর ৭ম ছবি দুটি চমৎকার লেগেছে।

৩| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.