নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

সজিব আহমেদ আরিয়ান

অতীত আর ভবিষ্যত নিয়ে কখনো ভাবি না। অতীত নিয়ে ভেবে কোন লাভ নেই কারণ সেটা আর ফিরে আসবে না আর ভবিষ্যত নিয়ে ভাবি না কারণ সেটা আমার জীবনে আসবে কিনা তা কেউ জানে না, তাই যা করবো আজই। সর্বদা যা করবো বর্তমান পরিস্থিতি দেখে।

সজিব আহমেদ আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

গরু সাহায্য করলো পুলিশকে!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯


ছবিঃ ভারতের গণমাধ্যম নিউজ ১৮

ভারতে একটি ‘গরুর বুদ্ধি’তেই তার মালিককে খুঁজে বের করেছে পুলিশ। গরুটির মালিকানার দাবি নিয়ে স্থানীয় থানায় গিয়েছিলেন দুই জন। শেষমেশ ‘গরুর বুদ্ধি’তেই তার মালিককে খুঁজে বের করা হয়।

একই গরুর মালিকানা দাবি করা এই দুজন হলেন পশ্চিমবঙ্গের আরামবাগের আন্দিমোহন এলাকার বাসিন্দা মঞ্জুরা খাতুন ও আরামবাগের পুরান বাজার এলাকার বাসিন্দা মিঠুন বারিক।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা একই গরুর মালিকানার দাবি নিয়ে আরামবাগ থানায় গেলে মুশকিলে পড়ে পুলিশ। শেষমেশ ‘গরুর বুদ্ধি’কেই কাজে লাগানো হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাতে থানা থেকে ছেড়ে দেয়া হয় গরুটিকে। বাঁধন মুক্ত হতেই গরু ছুটতে থাকে। পিছু পিছু ছোটে পুলিশও। কিছুক্ষণ পর একটি বাড়িতে ঢোকে গরুটি। পুলিশ জানতে পারে বাড়িটি মিঠুন বারিকের। এরপর তাকে গরু বুঝিয়ে দেয় পুলিশ।
এই ঘটনায় আরামবাগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা,ভালো লাগল।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

শায়মা বলেছেন: এতদিন বুদ্ধিহীনদেকেই গরু বলা হয় শুনেছি!!


এখন থেকে আর সেটা বলা যাবে না গরুর বুদ্ধি তো দেখছি পুলিশকেও বুদ্ধি নিতে কাজে লাগলো!!!


সিএনজিতে বসা মেয়েটাকে যে নির্বোধ পুলিশগুলো হেনস্থা করছিলো তাদেরকে এই গরুর কাছে পাঠিয়ে দেওয়া হোক!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিএনজিতে বসা মেয়েটাকে যে নির্বোধ পুলিশগুলো
হেনস্থা করছিলো তাদেরকে এই গরুর কাছে পাঠিয়ে দেওয়া হোক!

.................................................. মারহাবা মারহাবা !!!
জীবজন্তুর নামে পার্টি দেওয়া হোক ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওটা বলদ না গরু !!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: কোনটা?

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

ফেইরি টেলার বলেছেন: গরটি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে । ইন ফিইচার পুলিশে ডগ স্কোয়াডের সাথে একটি কাও স্কোয়াড হলে আমাদের পুলিশের দুর্বলতা অনেকাংশে দূর করা যাবে

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: বাহ !!!

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

সাইন বোর্ড বলেছেন: ভাল বুদ্ধি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.