![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা যদি এমন একটা শহর পান, যে শহর আপনাকে স্বপ্ন দেখতে শেখাবে, স্বপ্নে রঙ ছোঁয়াবে, সেই রঙ তার পেখম মেলবে রংধনু হয়ে... রাঙিয়ে দেবে আপনার পুরো জীবনটাই। ভরে দেবে কানায়-কানায়। ঘুচে যাবে পুরনো সব না পাওয়া, অতৃপ্তি, দুঃখ-কষ্ট-ক্লেশ আর সব অপূর্ণতা।
জীবন সাজবে তার সবটুকু বর্ণিলতা নিয়ে...! আমি বলবো সেই শহরের কথা... যে শহরে আমার আমিকে খুঁজে পেয়েছি, আজকের এই আমি, আমি হয়ে উঠেছি, জীবনকে দারুনভাবে উপভোগ করতে শিখেছি।
আজও চোখ বুজলেই চলে যাই যে শহরের রূপ-রস-গন্ধ-ঘাস-লতা-পাতা-রোদ-বৃষ্টি-ছায়া-তপ্ততা-কুয়াশা-জলতান-রাতদিন-সকাল-সন্ধা-ভোরের সেই দিনগুলোতে......
এভাবে.........
পীচ ঢালা পথের শুরুতেই জুবেরি ভবনের সবুজ গালিচা।
একটু পেরুলেই... স্ব-নামে খ্যাত প্যারিস রোড, যার প্রতিটি বাঁকই ৯০ ডিগ্রী কোণের অসামান্যতায় দেবদারু-মেহেগনির ছায়ায় ঘেরা।
আদরের আম বাগান......!
বাদরদের ইবলিশ চত্বর......!
ভালোলাগা-ভালোবাসা-প্রেমে উন্মাতাল কলা ভবন...
গাছের গুড়িতে-বেদীতে ভালোবাসার সাতকাহন...!
নির্ভার সময় কাটানোর স্নেহশীল লাইব্রেরী...!
সিনেট ভবন-দেবদারুর আড়ালে প্রেমিক জুটিদের খুনসুটি...!
সাবাস বাংলাদেশের বেদীতে শুয়ে-বসে, তারায় ভরা আকাশ দেখে কাটানো কত রাত...!
ধুলো ওড়ানো বাসস্ট্যান্ড,
প্রেমহীন চোখ রাঙানো বিজ্ঞান ভবন...!
ভাঙা-চুড়া সেই মন বদলের রাস্তা...!
অধর সুধা পানের তুত বাগান...!
হাজার ফুলের বাসর সাজানো শত রঙের ফুল বাগান...!
উষ্ণতা পাবার বোটানিক্যাল গার্ডেন...!
জীবন থেকে জীবন কেঁড়ে নেয়া চারুকলা...!
হিমশীতল মধ্যরাতে স্টেশন বাজারের কালাই রুটি-কাঁচাঝাল-ধনেপাতা-বেগুন ভর্তার অমৃত.......!
পরিশেষে......
ডান হাতে সনদ আর বাম হাতে পশ্চিম পাড়ার প্রেয়সীর হাত ধরে...!
জীবনকে সত্যিকারের জীবনে পরিণত করা.........!
হতে কি পারে এর-চেয়ে প্রিয় শহর............?
আমার সবচেয়ে আবেগের-ভালোলাগার-ভালোবাসার, প্রানের আর মনের মাধুরী মেশানো -চাওয়া-পাওয়া-ভাবনা-কল্পনা-স্বপ্নকে, রঙে-রঙিন করে জীবনকে সত্যিকারের বর্ণিলতায় সাজানো এক শহর.........
রাজশাহী............!!
©somewhere in net ltd.