নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি-বোর্ড এর গাঁথুনীতে পৃথিবী হোক কারুকার্যময়।

সাকিব এ হাসান

খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।

সাকিব এ হাসান › বিস্তারিত পোস্টঃ

সতর্ক থাকুন, ভাল থাকুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

*একটি অন্যরকম রেপ টেকনিক এসেছে শহরগুলোতে*
একজন নারী ধর্ষিত হয়েছে ৫জন পুরুষের হাতে, পুলিশ এটিকে গ্যাংরেপ বলে রিপোর্ট করেছে কিন্তু মেয়েটি এসবের কিছুই মনে করতে পারেনা, পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটির রক্তে পাওয়া যায় ‪#‎Rohypnol‬ নামক একপ্রকার ড্রাগ।
*এই ড্রাগ ছোট পিল আকারে থাকে।
*এটির ইফেক্ট থাকাকালীন কোন সৃতি মানুষ ধারন করতে পারেনা।
*এটি কোন স্বাদ বা রং পরিবর্তন করেনা তাই কোন ড্রিংসের সাথে মেশালে এটা ডিটেক্ট করা অসম্ভব।
*এর সাইড ইফেক্ট চীরস্থায়ী তাই কোন নারীদেহে এটি একবার ব্যবহার হলে সে আর কোনদিনই কন্সিভ করতে পারবে না।
:
এসব কারনেই ধর্ষকরা বেছে নেন এই মারাত্মক ড্রাগ যা তাদের জন্য খুবই নিরাপদ কারন সাক্ষী প্রমাণের রিস্ক একদমই নাই বললেই চলে।
তাই হে নারীগন,আপনারা যেকোন পার্টি,ডেট এর ব্যপারে সতর্ক থাকবেন,কারোর দেওয়া ড্রিংস কে না বলুন তবে ক্যান বা বোতলটি যদি সীল্ড হয় তবে গ্রহণ করতে পারেন,অনেকগুলো ছেলে বন্ধুর সাথে একা কোথাও না যেতে চেস্টা করবেন। কারন আপনি হয়ত জানেন না যে আপনার লোভনীয় দেহটা আপনার কোন বন্ধুর লোভী চোখের শিকার যিনি সুজোগ খুঁজে চলেছে প্রতিনিয়ত। নিজে ভাল থাকুন অপরকে ভাল রাখুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

নকীব কম্পিউটার বলেছেন: সতর্ক করানোর জন্য ধন্যবাদ। যাদের দরকার তারা কি ব্লগ পড়ে?

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৯

সাকিব এ হাসান বলেছেন: সবাইকে ব্লগ পড়তে হবে কেন?? আপনি জানলেন এখন আপনি অন্তত ২জন মানুষ কে জ্নাতে পারবেন এতেই হবে।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

মুহা:ওবায়দুল হক বলেছেন: আললাহ মাফ কর ,কি জামানা আসল।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

সাকিব এ হাসান বলেছেন: হুমমমমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.