![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।
প্রিয় নীলাম্বড়ি,
কোন কাপলকে দেখে একদম মন খারাপ করবে না কেমন? আর তো মাত্র কয়েকটা বছর তারপর আমরা বিয়ে করব আর বিয়ের পর চুটিয়ে প্রেম করব, সত্যিকারের প্রেম যে প্রেমে ভরসা আছে, আস্থা আছে। তখন আমরা একে অপরের হাত ধরলেই মনে হবে যেন দুটি হৃদয় একত্র হয়ে গেছে। ঘুম পাচ্ছে ভিষন তাই আর কথা বাড়াচ্ছিনা, ভাল থেকো আর নীল খামে করে তোমার জন্য ভালবাসা পাঠালাম, পেয়ে উত্তর দিও আমি অপেক্ষায় রইলাম।
©somewhere in net ltd.