নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি-বোর্ড এর গাঁথুনীতে পৃথিবী হোক কারুকার্যময়।

সাকিব এ হাসান

খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।

সাকিব এ হাসান › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছাপূরণের নেশায়

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

আবেগের সাথে মিলিত হয়ে মন অনেক কিছুই পেতে চায়, করতে চায়। কিন্তু নাহ্ বিবেকের তারনায় শেষ পর্যন্ত মন কিছুই করে উঠতে পারেনা। বিবেক বড়ই নিষ্ঠুর এক বস্তুর নাম, যার কাছে সত্য আর সঠিক ছাড়া বাকি সবই অগ্রহণ যোগ্য। চাওয়ার তারনায়, পাওয়ার তারনায় একটু অপরাধ করলে কি এমন অশুদ্ধ হয়ে যায়? ইচ্ছা পূরণের জন্য নাহয় একটুখানি বাঁকা পথে গেলাম! তাতে এমন কিহয়? নাহ্ বিবেক ব্যাটা বড় বেয়াদব সবকিছুতেই হাত একটা রাখবেই। আমিও নাছোড়বান্দা কিছুতেই বিবেকের কাছে আমার চাওয়া পাওয়াকে ছোট হতে দেব না, আমার ইচ্ছা আমি পূরণ আমি করবই এতে আমার যতটুকু রিস্ক নিতে হয় আমি নিতে প্রস্তুত। বিবেককে ফাঁকি দিয়ে অবশেষে আমি আমার ইচ্ছা পূরণ করতে আবেগকে সাথে নিয়ে আমি ভুল পথে পা বাড়াচ্ছি হঠাৎই দেখলাম সেখানে আমার পরিবার পরিজনেরা আমার দিকে তাকিয়ে আছে আমি থেমে দাড়ালাম ঠিক তখনই বিবেক ব্যাটা এসে ঠান্ডা গলায় আমাকে জিজ্ঞাসা করল কিরে এখনো এ পথে পা বাড়াবি??? আমি উচ্চকণ্ঠে বলে উঠলাম "তাহলে তুই ই এদেরকে ডেকে নিয়ে এসেছিস?" বিবেক বলল "হ্যাঁ, তুমি তো তোমার ইচ্ছাপূরণের নেশায় এদেরকে ভুলে গেছ তাই আমাকেই মনেকরিয়ে দিতে হল" আমি নিশ্চুপ পিছুফিরে হাটতে শুরু করলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ৪ঘন্টায় ৫ টা পোস্ট করে ফেলেছেন। ধীরে করেন একটু। শুভকামনা রইলো। :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

সাকিব এ হাসান বলেছেন: হাহাহাহাহাহাহাহা...... আসলে ফেসবুকের পোষ্ট কপি করে এখানে দিয়েছি তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.