![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।
আপনি অনলাইনে রক্ত খুঁজজছেন?? ডোনার পেয়েও গেছেন?? ডোনার ফোন করে বলেছে রাস্তা খরচ বাবদ টাকা পাঠাতে?? তাহলে বাদ দেন আবার রক্তের খোঁজ করেন এবং নিশ্চিত থাকেন যে আপনাকে ধান্দবাজে পেয়েছে। প্রকৃত পক্ষে কোন সৎ ডোনার অগ্রিম কোন টাকা চায় না এমনকি ডোনেশন শেষে রাস্তা খরচ দিতে হলেও তাদেরকে অনেক অনুরোধ করা লাগে আর বেশির ভাগই রাস্তা খরচটাও নেন না কিছুতেই। সুতরাং, নিজে সচেতন হৌন এবং অন্যকে সচেতন করুন।
"আসুন নিজে রক্তদান করি, অন্যকে রক্তদানে উৎসাহিত করি"
"রক্ত দিন, জীবন বাঁচান"
©somewhere in net ltd.