![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবসময় নিজেকে শিক্ষার্থী মনে করি। তার পাশা পাশি সাহিত্য চর্চা করি।
নিজের প্রতি খেয়াল রেখো,
রোদ বৃষ্টিতে যেওনা দেখো।
তোমারতো রোদে যেতে মানা,
কারো হাতও ধরে যেওনা।
জানি, বৃষ্টি তোমার খুব প্রিয়,
তা সত্যেও, নিজেকে সামলে নিও।
আমি যে তোমার দঃখ বেদনা,
সহ্য করে নিতে পারিনা।
নতুন যাকে নিয়েছো কাছে,
সেগুলো কি তার জানা আছে?
নিজের প্রতি যত্ন নিও,
সমস্যা গুলো তাকে জানিও।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: সামহোয়্যারইনে সু-স্বাগতম
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২০
পথঘাটের কথা বলেছেন: আনাদের উভয়কেই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লেগেছে।