নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক মাত্র

পথঘাটের কথা

আমি সবসময় নিজেকে শিক্ষার্থী মনে করি। তার পাশা পাশি সাহিত্য চর্চা করি।

পথঘাটের কথা › বিস্তারিত পোস্টঃ

নবীন লেখকদের দৃষ্টি আকর্ষণ

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬


সাহিত্যের উদ্দেশ্য যদি হয় এমন, নারীর রূপলাবন্যকে পুরুষদের সামনে তুলে ধরা, নারীকে ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা, নারীর প্রতি কামুকী দৃষ্টিতে তাকাতে সাহায্য করা। তাহলে এটা আর যাই হোক, কখনো সাহিত্য হতে পারেনা। আজকাল নতুন প্রজন্মের লেখকদের লেখা পড়লে বুঝে উঠা মুশকিল হয় যে, তাঁরা সাহিত্য চর্চা করলো নাকি ষোড়শী কোন রমনীদিগের ঠোঁট, গাল সহ দেহের অন্যান্য অঙ্গের বর্ণনা দিলো। নবীন লেখকদের এই নোংরা গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমি চমৎকার কয়েকটা শব্দকে পাশাপাশি বসাতে পারা মানেই আমি লেখক বনে গেলাম, বিষয়টা এমন নয়। আবার দু'একটা লেখায় কেউ কেউ বাহবা দিলো আর আমি বড়মাপের লেখকদের ভাব নিয়ে হাটা চলা শুরু করতে হবে বিষয়টি এমনওনা। মনে রাখতে হবে, রমণীদের শরীর নিয়ে লিখে কেউ সাহিত্যিক খেতাব পায়নি। এসব লেখা ক্ষনিকের জন্যই মানুষ পড়ে। এসব লেখা সংরক্ষণ বা সংগ্রহ করার কথা কেউ কখনো চিন্তাও করেনা। আপনার লেখা যদি কেউ কখনো সংরক্ষণই না করলো তাহলে সেটা লেখা (সাহিত্য) হয় কি করে? ড. মোহাম্মদ শহীদুল্লাহর মত করে তাই বলতে হয়- সে লেখা বটতলার বাজে উপন্যাস ছাড়া আর কিছুই না।
সাহিত্যচর্চা হোক নিজের মনকে আনন্দ দেয়ার জন্য। যখনই নিজের মন প্রশান্তি পাবে তখন সে লেখা পাঠকের জন্যও মনে প্রশান্তির কারণ হবে। বটতলার বাজে উপন্যাস দিয়ে প্রশান্তি পাওয়া যায়না। যারা সত্যিকারের সাহিত্যচর্চা করতে চান তাদেরকে বলবো, আপনি বিখ্যাত লেখক প্রমথ চৌধুরীর লেখা 'সাহিত্যে খেলা' প্রবন্ধটা একাধিকবার মনদিয়ে পড়ে অনুধাবন করুন, সাহিত্যচর্চা কি?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: জ্বী আচ্ছা, প্রবীণ লেখক।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

পথঘাটের কথা বলেছেন: হাহাহা! ধন্যবাদ জনাব। আজকাল কিছু নতুন লেখকদের লেখা দেখে তাই মনে হচ্ছিলো...

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটাকে অসম্পূর্ণ মনে হলো। খুব একটা কনভিন্সিং মনে হলোনা।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

পথঘাটের কথা বলেছেন: আমি আসলে ভালো লেখক নয়। তবে ভালো পাঠক বলতে পারেন। পাঠকের উপলব্ধি থেকেই লেখা... ধন্যবাদ আপনাকে ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সাহিত্য চর্চায় কাউকে না কাউকে তো গুরু মানা লাগেই!

ব্যাপারটা নবীনদের মনে করিয়ে দেওয়ার জন্যে আপনাকে সাধুবাদ।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পথঘাটের কথা বলেছেন: ধন্যবাদ জনাব! উতসাহ দেওয়ার জন্য...

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


ম্যাঁওপ্যাঁও ধরণের পোষ্ট

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

পথঘাটের কথা বলেছেন: তাই নাকি??

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: আজকাল লিখবে কি কেউ কি বই পড়ে?

পড়ে তাকে ইন্টারনেটে!


বিদ্যাসাগর কে বা কি তা অনেকেই বলতে পারবে না।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

পথঘাটের কথা বলেছেন: হুম

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সনেট কবি বলেছেন: ভাল

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টের মূল বক্তব্য কি প্রমথ চৌধুরীর 'সাহিত্য খেলা' সবাইকে পড়ার আহবান?

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টের মূল বক্তব্য কি প্রমথ চৌধুরীর 'সাহিত্য খেলা' সবাইকে পড়ার আহবান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.