নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক মাত্র

পথঘাটের কথা

আমি সবসময় নিজেকে শিক্ষার্থী মনে করি। তার পাশা পাশি সাহিত্য চর্চা করি।

পথঘাটের কথা › বিস্তারিত পোস্টঃ

ফিরে যাবোইতো

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫



শরতের এই প্রথম দিনে,
নীল আকাশের সাদা মেঘে,
তোমার সাথে জড়ানো স্মৃতি গুলো
উড়িয়ে দিতে চাই।
আজ এক যুগ হলো,
তোমার সেই স্মৃতি গুলো
আমায় থামিয়ে রেখেছে...
তোমার ফেলে যাওয়া পথে।
কই;? তুমিতো এলেনা এই পথে,
প্রতীক্ষায়-তো ছিলাম বসে।
নিস্তব্ধ-নিথর দেহ বার বার জেগেছে,
কঙ্কণ পড়া রমণীর পদধ্বনিতে।
কিন্তু শির উঁচিয়ে দেখেছি; সে তুমিনা!
তৃষ্ণার্ত চাতকের মতো এদিক -ওদিক তাকিয়ে...
হতাশ হয়েছি বার বার।
তবুও নিরাশ হইনি,
বার বার ফিরে এসেছি তোমার কাছে,
তোমার ফেলে যাওয়া স্মৃতির কাছে।
এখনো চাই,
বার বার ফিরে যেতে চাই।
ফিরে যাবোইতো...
কারণ, তোমার হাত ধরেই চিনেছি এই পথ।
তুমি আসবে বলে আবার,
আশায় বুক বেঁধেছি-
শরতের এই প্রথম দিনে।
বল, আর কতকাল থাকবো তোমার প্রতীক্ষায়??
আর কতকাল থাকতে হবে আমায়...?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৭

পথঘাটের কথা বলেছেন: ধন্যবাদ জনাব।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

মুহ্‌তাসিম তকী বলেছেন: সুন্দর।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: অনবদ্য ভাব প্রকাশ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.