নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

সমঝোতার অন্যায়

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

সালাউদ্দিন শাহরিয়া

নিরবে নিরবে চলিছে কতো শত শত অন্যায়,
সহজ চোখে চাইলেই কি তাহা দেখা যায়।
এগুলো কেউ দেখতেও চায়না,
ইচ্ছে করে কেউ খুঁজতেও যায়না।
দুই থেকে তিন হয়; তিন থেকে চার,
একে একে গড়ে ওঠে অন্যায়ের পাহাড়।

স্বার্থের কারণে নারীকে করে যৌন হয়রানি,
তাহারা আবার সমাজে শুনায় শান্তির বাণী।
এগুলো হলো নষ্ট কথা,
যারা করে তাদের প্রথা।
এই নিয়মে আজ ধ্বংসের পথে পুরো মানব জাতি,
সমঝোতার অন্যায়; এগুলোই হলো সমাজের বিভ্রান্তি।

ঘুষ দিয়ে চাকুরী করে সেবার দোয়ারে যায়,
হারামে শুরু করলে আবার হবেনা কেনো অন্যায়।
প্রতিটি ক্ষণেক্ষণে অন্যায় ভরপুর,
সত্যের নাই আজ খোলা দোর।
সবই যেনো সমঝোতার অন্যায় ঘিরে আছে,
টাকার বিনিময়ে আজও খুনি সমাজে বাচেঁ।

টাকার কাছে আজ বন্ধী সত্যের লেখালেখি,
কবি কিংবা লেখকও আজ টাকায় বিক্রি দেখি।
আজও যারা যাচ্ছে লিখে সত্যের লেখালেখি,
তারাই হলো কবি-লেখক তারাই জাতির আঁখি।
আজও সমঝোতার অন্যায় ঘিরে আছে দেশ,
কলম যুদ্ধে আজ করো অন্যায়ের রেষ শেষ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।অন্যায়ের বিরুদ্ধে কলম চলুক।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আর আমার "বুকের শহর খালি" কাব্যগ্রন্থটি পড়া অনুরোধ রইলো ২০১৯ এর বই মেলায়। https://www.facebook.com/BukerShohorKhali/

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

ফারজানা সিদ্দিকী নম্রতা বলেছেন: সুন্দর বাস্তবমুখী একটি লেখা

১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আর আমার "বুকের শহর খালি" কাব্যগ্রন্থটি পড়া অনুরোধ রইলো ২০১৯ এর বই মেলায়। https://www.facebook.com/BukerShohorKhali/

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.