নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি হাসি দেখতে চাই

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

সালাউদ্দিন শাহরিয়া

একজন পাঁচ টাকার চা বিক্রির জন্য ফ্লাস্কে করে ঘুরছে আর বলে-
ভাই খাবেন চা, দেই খান।
বারবার বলার পর খেলাম।
তখন সে বললো একমুটু ভাতের জন্য
বাচাঁর জন্য এই সংগ্রাম।

পেটে হাত দিয়ে একটু কান্নার মতো
চোখগুলো করে
বসে আছে একটি বুড়ো চাচা।
কেউ আসেনা তার কাছে
জুতা সেলাই করতে।
মনে হয় ক্ষুধা পেয়েছে টাকা নাই পকেটে।
আমি গেলাম পাশে।
আমার সু' পরিষ্কার তারপরও
খুলে বল্লাম মুছে দিতে।
একশো টাকা দিলাম
চাচা বললো-
বিশ টাকা ভাংতি দেন।
আমি বললাম রেখেদেন সব টাকা।

তারা কাজ করে পারিশ্রমিক চায়,
হয়তোবা কাস্টমার নাই অথবা
কাজ করে বেতন কম।
মালিক উড়োজাহাজ চড়ে ফুর্তি করে
আর কর্মীরা পারিশ্রমিক ঠিক মতো পায় না।

আমি হাসি দেখতে চাই
আমি দেখিছিলাম হাসি অল্প সাহায্যে করে।
আমি হাসি দেখতে চাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

ভাবুক কবি বলেছেন: আমি হাসি দেখতে চাই
আমি দেখিছিলাম হাসি অল্প সাহায্যে করে।
আমি হাসি দেখতে চাই।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ❤❤❤

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লিখেছেন। কাজী নজরুলের ইসলামের কুলি ও মজুর কবিতাটা মনে পড়ে গেল।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.