নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

সালাউদ্দিন শাহরিয়া

আবেগ মৌহের মায়াজালে পড়ে ভালোবাসা
আজ নতুন প্রজন্মের কাছে হয়েগেছে এক প্রেম প্রেম খেলা,
যেখানে শুধু স্বাদমেটানোর নামে নুংরামী ভরা
চৌদ্দই ফেব্রুয়ারী হলো সেই দিনের এক স্বীকৃত মেলা।

মেঘের ক্যানভাসে ভেসে যাওয়া নীল চিরকুট
আর আজ ভাসেনা হৃদয় কিংবা বাতাসে,
পিছু পিছু লোকচুরি প্রেমের আবেগে দু’জনের
স্বপ্ন বোনা ভালোবাসা আজ হারিয়ে গিয়েছে।
সৃষ্টি হয়েছে প্রেমের নামেই শারীরিক মেলামেশা।

ভালোবাসার অভিমান আর খোঁজে পাওয়া যায় না
খোঁজে পাওয়া যায় না ভালোবাসার মিষ্টি মিষ্টি স্বপ্ন।
পাওয়া যায় শুধু রাতের অবৈধ মেলামেশা আর
চৌদ্দই ফ্রেব্রুয়ারী আনুষ্ঠানিক দেহ মিলন।
যেখানে ভালোবাসার নেই কোন চিহ্ন
আছে নুংরামীর আবেগ।

প্রতিদিন অপেক্ষায় থাকা গাছের নিচে তোমার জন্য
আসবে কখন তুমি আসবে কখন,
তুমি আসলে হাতে হাত রেখে গল্প করবো দু’জনে
প্রকৃত ভালোবাসা ছিল তখন।

ভালোবাসা প্রতিদিন ছিলো ক্যাম্পাসের সিঁড়িতে
বসে থাকা আর ছিলো খোলা আসমানের নিচে,
আজ একদিন কেনো ভালোবাসা হবে
ভালোবাসা দিবস নামে ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.