নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালি ইসলাম প্রেমিদের মুদির বিরুদ্ধে জিহাদ...

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

সালাউদ্দিন শাহরিয়া

ইসলাম প্রেমি বাঙ্গালি মুদির বিরুদ্ধে মিছিল মিটিং করেছে দুইটা কারণে৷

এক হলো ফরমালিটি রক্ষা করা আর দুই হলো বহুত দিন পর একটা ঢালাওভাবে মিছিল মিটিং করা ও নেতা কর্মী সাজার সুযোগ।

অপশনাল হিসেবে তো ফেইসবুকে পোস্ট আছে এবং সর্ব বিষয়ে থাকবেই।

ভাই মিছিল মিটিং করে কোন লাভ নাই। লাভ হবেও না। মিছিল মিটিং কেনো করা হয় কোথা করা হয় সেটা অন্তত বুঝা উচিত। বাংলায় চিল্লাইয়া ফাল্লাইয়া কিচ্ছু হবে না।

ভারতের টিভি সিরিয়াল বন্ধ করেন। বিভিন্ন পণ্যদ্রব্য নিষিদ্ধ করেন। পারবেন? পারবেন না। টিভি সিরিয়াল বন্ধ করে আপনার ঘরের বিবি বাচ্চারা মাতাল হইয়া যাইবো। আর পণ্য দ্রব্য নিষিদ্ধ করলে আপনি আমি সকলেই না খেয়ে থাকবো না, তবে রসে রঙ্গে দিনকাল যাবে না।

একটি লোকাল উদাহরণ দেই।
সিলেটের জৈন্তাপুরে গান বাঝনা হয়েছিলো আর কিছু লোক হরিপুরে জিহাদ করেছিলো। কিন্তু কোন লাভ হয়নি। এটা হাস্যকর জিহাদ ঠিক তেমনি ভারতে মুসলমান নিপীড়ন আর বাংলাদেশে মিছিল মিটিং একইভাবে হাস্যকর। তবে ফেইসবুকে পোস্ট ও ভাইরাল করা দরকার। বিশ্ব দরবারে পৌঁছাবে এবং ইতিহাসের পাতায় শতভাগ সত্যটা উঠে আসবে। পৃথিবীতে যত ইতিহাস আছে দেশ, জাতি, রাজনীতি ইত্যাদি নিয়ে তা পঞ্চাশ একশ বছর পর পর কিছুটা বিকৃত হয় কারো না কারো স্বার্থে।

তো ইসলাম প্রেমি ভাইদের বলছি মিছিল মিটিং আর প্রচার প্রসার করে নিজেকে জিহাদী বা ইসলাম প্রেমী না প্রমাণ করে ভারতের টিভি চ্যানেল, পণ্যদ্রব্য মানে সকল কিছু ত্যাগ করুন।

সরকারের দিকে তাকালে আপনার জিহাদের বারোটা বাঝবে। সরকার কখনো চাইবে না এই একটা ইস্যুর জন্য ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট হোক। কোন দেশ এটা চায়নি ও চাইবেও না।

তো সরকার বন্ধ করলে করুক না করলে নাই। আপনি নিজে ভারতের সকল কিছু বর্জন করুন৷ এটাই হবে উত্তম জিহাদ। মুসলমানদের প্রতি মুসলিম হিসেবে মায়া।

এই বংচং বাদ দেন। বহুত বংচং দেখছি, শুনেছি ও পড়েছি।

আল্লাহর কাছে প্রার্থনা করেন আর জিহাদ হিসেবে নিজে এবং সকল সকল মুসলিম ভাইবোনদের ভারতীয় সকল কিছু বর্জন করেন।
ইসলাম প্রেমি বাঙ্গালি মুদির বিরুদ্ধে মিছিল মিটিং করেছে দুইটা কারণে৷

এক হলো ফরমালিটি রক্ষা করা আর দুই হলো বহুত দিন পর একটা ঢালাওভাবে মিছিল মিটিং করা ও নেতা কর্মী সাজার সুযোগ।

অপশনাল হিসেবে তো ফেইসবুকে পোস্ট আছে এবং সর্ব বিষয়ে থাকবেই।

ভাই মিছিল মিটিং করে কোন লাভ নাই। লাভ হবেও না। মিছিল মিটিং কেনো করা হয় কোথা করা হয় সেটা অন্তত বুঝা উচিত। বাংলায় চিল্লাইয়া ফাল্লাইয়া কিচ্ছু হবে না।

ভারতের টিভি সিরিয়াল বন্ধ করেন। বিভিন্ন পণ্যদ্রব্য নিষিদ্ধ করেন। পারবেন? পারবেন না। টিভি সিরিয়াল বন্ধ করে আপনার ঘরের বিবি বাচ্চারা মাতাল হইয়া যাইবো। আর পণ্য দ্রব্য নিষিদ্ধ করলে আপনি আমি সকলেই না খেয়ে থাকবো না, তবে রসে রঙ্গে দিনকাল যাবে না।

একটি লোকাল উদাহরণ দেই।
সিলেটের জৈন্তাপুরে গান বাঝনা হয়েছিলো আর কিছু লোক হরিপুরে জিহাদ করেছিলো। কিন্তু কোন লাভ হয়নি। এটা হাস্যকর জিহাদ ঠিক তেমনি ভারতে মুসলমান নিপীড়ন আর বাংলাদেশে মিছিল মিটিং একইভাবে হাস্যকর। তবে ফেইসবুকে পোস্ট ও ভাইরাল করা দরকার। বিশ্ব দরবারে পৌঁছাবে এবং ইতিহাসের পাতায় শতভাগ সত্যটা উঠে আসবে। পৃথিবীতে যত ইতিহাস আছে দেশ, জাতি, রাজনীতি ইত্যাদি নিয়ে তা পঞ্চাশ একশ বছর পর পর কিছুটা বিকৃত হয় কারো না কারো স্বার্থে।

তো ইসলাম প্রেমি ভাইদের বলছি মিছিল মিটিং আর প্রচার প্রসার করে নিজেকে জিহাদী বা ইসলাম প্রেমী না প্রমাণ করে ভারতের টিভি চ্যানেল, পণ্যদ্রব্য মানে সকল কিছু ত্যাগ করুন।

সরকারের দিকে তাকালে আপনার জিহাদের বারোটা বাঝবে। সরকার কখনো চাইবে না এই একটা ইস্যুর জন্য ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট হোক। কোন দেশ এটা চায়নি ও চাইবেও না।

তো সরকার বন্ধ করলে করুক না করলে নাই। আপনি নিজে ভারতের সকল কিছু বর্জন করুন৷ এটাই হবে উত্তম জিহাদ। মুসলমানদের প্রতি মুসলিম হিসেবে মায়া।

এই বংচং বাদ দেন। বহুত বংচং দেখছি, শুনেছি ও পড়েছি।

আল্লাহর কাছে প্রার্থনা করেন আর জিহাদ হিসেবে নিজে এবং সকল সকল মুসলিম ভাইবোনদের ভারতীয় সকল কিছু বর্জন করেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: না আমি কিছু বর্জন করবো না। এটা কি রকম কথা ভারতী সকল জিনিস বর্জন করবো। অন্য কোনো সমাধান নেই?

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

মহসিন ৩১ বলেছেন: একই জাতি মানে Mixed race হওয়ার কারণে ভারতীও উপমহাদেশে জাতীয়তার নেতৃত্তে ভারতীও আসন দখল করা কঠিন ব্যাপার বটে। মুসলমানদের সংস্কৃতি বহলাংশেই ইতিহাস নির্ভর হওয়াতে সমস্যা ইদানীং আরও বেড়েই চলছে। হিন্দুত্ত অনেক সুবিধাভোগী, তাই তারা সময়ের ফের বুঝতে দেরি করে না।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

নেওয়াজ আলি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.