নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

অপসৃয়া

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৯

আমি দেখি রাজতন্ত্রের পতাকা নামছে,
আবার উঠছে একনায়কতন্ত্রের পতাকা।
শুধু মুখোশ বদলায়, কিন্তু মুখ বদলায় না।
তবুও আমাকে বলা হয়— এটাই গণতন্ত্র।
আমার চোখে কি মায়া জমেছে,
নাকি কানে ঢুকে গেছে মিথ্যার সুর?

আমি দেখি শুষ্ক হাতের আধিপত্য,
যেখানে বন্ধুত্ব মানে কেবল স্বার্থের শলাকা।
তবুও আমাকে বোঝানো হয়—
বন্ধুত্ব মানেই নির্মলতা।
আমার চোখ কি ভুল দেখছে,
নাকি কানে ঢুকছে ভুল ব্যাখ্যা?

আমি দেখি স্বাধীনতার নামে নতুন শেকল,
অধিকার শব্দের আড়ালে অগণিত শূন্যতা।
তবুও আমাকে বলা হয়—
এই তো মুক্তি, এই তো সমানাধিকার।
আমি কি অন্ধ?
নাকি আমার শ্রবণশক্তিই ভ্রান্ত?

আমি দেখি সত্যের গায়ে ছায়া,
মিথ্যার গায়ে আলো।
তবুও মানুষ হাততালি দেয় আলোকে—
যেন আলোকিত মিথ্যাই সত্য।
আমার দেখা কি ভ্রান্ত,
নাকি শোনা সবই প্রতারণা

অপসৃয়া
সালাউদ্দিন শাহরিয়া

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৬

মথিতস্বপ্ন বলেছেন: রাজনইতিক কবিতা। কিন্তু ভাল্লাগে নাই। সরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.