![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামায আমার চক্ষু শীতলকারী
অবশ্য নামাযের মধ্যে আবেগ-উদ্দীপনা থাকা কাম্য। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীসÑ
جعلت قرة عينى فى الصلاة
‘নামায আমার চক্ষু শীতলকারী।’
এ কথার অর্থ হলো, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের মধ্যে এমন এক অপার্থিব স্বাদ ও ভাব উপলব্ধি হতো, যা দুনিয়ার অন্য কোন জিনিসের মধ্যে হতো না। তাঁর মধ্যে এ অবস্থা ছিলো ঠিক, কিন্তু তিনি অন্যদেরকে এ কথা বলেননি যে, যতক্ষণ পর্যন্ত তোমাদের নামাযে বিশেষ ঐ অবস্থা সৃষ্টি না হবে, যা আমার হয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের নামায কবুল হবে না। বরং অন্যদেরকে তিনি বলেছেনÑ
صلوا كما رأيتمونى اصلى
তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখো, সেভাবেই নামায পড়ো। তোমাদের জন্যে তাই যথেষ্ট হবে।
( হযরত মাওলানা জালালুদ্দিন সাহেবের বই "ইসলামী আকীদা-বিশ্বাস ২" হতে নেয়া )
http://www.maktabatulashraf.net/
©somewhere in net ltd.